Advertisement
১৯ এপ্রিল ২০২৪

স্কার্টে ঘাসফুল, টি-শার্টে হাতুড়ি

প্রথম দফায় সামান্য কিছু এনেছিলেন কোচবিহারের কয়েক জন দোকানদার। তা শেষও হয়ে গিয়েছে। শাড়ি, উত্তরীয়, টি-শার্ট সাজানো রয়েছে। আপাতত তা দিয়েই কাজ চালাতে বলছেন।

পসরা: দোকানে নানা দলের প্রতীক আঁকা টি-শার্ট, পতাকার সম্ভার। রয়েছে উত্তরীয়, শাড়িও। আলিপুরদুয়ারে। নিজস্ব চিত্র

পসরা: দোকানে নানা দলের প্রতীক আঁকা টি-শার্ট, পতাকার সম্ভার। রয়েছে উত্তরীয়, শাড়িও। আলিপুরদুয়ারে। নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৮ ১৬:৪২
Share: Save:

এখন ঘাসফুল আঁকা স্কার্টও খুঁজছেন অনেকে। শাসক দলের সমর্থক এমন পরিবারের মহিলারা দোকানে গিয়ে সেই স্কার্ট চেয়েছেন বলে দোকানদাররা জানাচ্ছেন। প্রথম দফায় সামান্য কিছু এনেছিলেন কোচবিহারের কয়েক জন দোকানদার। তা শেষও হয়ে গিয়েছে। শাড়ি, উত্তরীয়, টি-শার্ট সাজানো রয়েছে। আপাতত তা দিয়েই কাজ চালাতে বলছেন।

শুধু শাসক দলের প্রতীক আঁকা শার্ট, শাড়ি নয় বিরোধীদের প্রচারেও সেই অভিনবত্ব। লাল রঙের গোল গলা টি-শার্ট। তার মাঝে বড়ো করে আঁকা হাতুড়ি। কোচবিহার থেকে মালদহ, দুই দিনাজপুর, জলপাইগুড়ি, ডুয়ার্স জুড়েই প্রচারে অভিনবত্ব আনতে তৎপর শাসক-বিরোধী সব শিবিরই। সাদা রঙের গেঞ্জির উপরে হাত, ঘাস ফুল আঁকা পোশাক বিক্রি বেড়েছে।

দার্জিলিঙের এক ফ্যাশান ডিজাইনার সিলভিয়া লামা বলেন, ‘‘পাহাড়ে আমরা দেখেছি খুকরি আঁকা পোশাক পরতে। এখন সমতলেও নির্বাচনের প্রচারে ঘাসফুল, পদ্মফুল আঁকা শাড়ি, শার্ট দেখা যাচ্ছে। যে কোনও ফুলই ফ্যাশানের পক্ষে ভাল। তবে তা ঠিক মতো যাতে ব্যবহার করা হয়, তা দেখতে হবে।’’ তিনি জানান, টুপি, টি শার্টের মতো পোশাকের মধ্য দিয়ে রাজনৈতিক প্রচার বিদেশে বেশি দেখা যায়। এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে এখানেও তা হচ্ছে বলে তিনি মনে করেন।

ইংরেজবাজার শহরের বস্ত্র বিক্রেতা গোপালপ্রসাদ সাউ বলেন, ‘‘দীর্ঘ দিন ধরে পতাকা, ফেস্টুন বিক্রি করছি। তবে এ বারের মতো টি শার্ট, শাড়ি কখনও বিক্রি করিনি। কারণ সকলেই চাইছেন প্রচারকে রঙিন করে তুলতে। অনেকে মেয়েদের স্কার্টও চাইছেন।’’

কোচবিহারে কারও মাথায় দলীয় প্রতীক আঁকা ফেট্টি। কারও মাথায় টুপি। কেউ কেউ আবার গলায় প্রতীক আঁকা উত্তরীয় দিয়ে ভোট প্রচারে সামিল হয়েছেন। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “এটা প্রচারের একটা অঙ্গ। ভোটেই এটা হয়।” বিজেপির কোচবিহার জেলা সভাপতি নিখিলরঞ্জন দে বলেন, “উত্তরীয় আমাদের দলের প্রায় প্রত্যেকের কাছেই আছে। প্রচারের সময় তা নিইয়েই বের হয়।”

পঞ্চায়েত নির্বাচন কাছে আসতেই দেদারে রাজনৈতিক দলের পতাকা আঁকা শাড়ি, টি-শার্ট, ছাতা বিক্রি শুরু হয়েছে আলিপুরদুয়ারেও৷ জেলার বেশ কিছু দোকান এ ধরনের শাড়ি, টি-শার্ট ও ছাতায় ছেয়ে গিয়েছে৷ যা কিনতে ক্রেতারাও প্রতিদিন দোকানগুলিতে ভিড় জমাতে শুরু করায় খুশি ব্যবসায়ীরাও৷ আলিপুরদুয়ারের মহাকালধামের সামননেই দোকান মানিক সাহার৷ তাঁর কথায়, ‘‘প্রতিবারই ভোটের আগে এ ধরণের জিনিসের বিক্রিবাট্টা ভালই হয়৷ কিন্তু এবার যেন চাহিদাটা একটু বেশি মনে হচ্ছে৷’’

দক্ষিণ দিনাজপুরে পোশাকে প্রতীকের ব্যবহার কিছুটা কমই। তবে বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার বলেন, ‘‘পদ্মফুল আঁকা কিছু টুপি এসেছে। শাড়িও আসতে পারে।’’

সব মিলিয়ে পোশাকেও প্রচার জমে উঠেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE