Advertisement
০৫ মে ২০২৪

‘সমঝোতা’য় কপালে ভাঁজ তৃণমূলের

এক দিকে দলের অন্দরেই এক আসনে একাধিক নেতার মনোনয়ন জমা পড়ছে, আর এক দিকে বিভিন্ন আসনে বিরোধীদের ‘সমঝোতা’ নিয়ে তৈরি হচ্ছে আশঙ্কা৷ এই জোড়া পরিস্থিতিতে রীতিমতো চিন্তায় আলিপুরদুয়ার জেলা তৃণমূল শীর্ষ নেতৃত্বের একাংশ।

পার্থ চক্রবর্তী
আলিপুরদুয়ার শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৮ ০৫:৩০
Share: Save:

এক দিকে দলের অন্দরেই এক আসনে একাধিক নেতার মনোনয়ন জমা পড়ছে, আর এক দিকে বিভিন্ন আসনে বিরোধীদের ‘সমঝোতা’ নিয়ে তৈরি হচ্ছে আশঙ্কা৷ এই জোড়া পরিস্থিতিতে রীতিমতো চিন্তায় আলিপুরদুয়ার জেলা তৃণমূল শীর্ষ নেতৃত্বের একাংশ।

তৃণমূল সূত্রের খবর, এ বারের পঞ্চায়েত নির্বাচনের টিকিটের চাহিদা যে ব্যাপক হবে তা আগেই জানা ছিল৷ কিন্তু দলের মনোনীত প্রার্থীকে দাঁড় করানো নিয়ে তাঁদের এতটা নাজেহাল হতে হবে তা কেউ ভাবতে পারেননি৷

কেমন সেই পরিস্থিতি? দলের এক জেলা শীর্ষ নেতার কথায়, ‘‘বর্তমানে পঞ্চায়েত সমিতির গুরুত্ব অনেকটাই কমেছে৷ তা দলের নেতারাও জানেন৷ সে জন্যই প্রত্যেকের একটাই লক্ষ্য—যে করেই হোক পঞ্চায়েতে প্রার্থী হওয়া৷ সেই লক্ষ্যে বহু আসনেই দলের মনোনীত প্রার্থী ছাড়াও একাধিক নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন৷’’ ওই নেতা জানান, আলিপুরদুয়ার, কুমারগ্রাম, মাদারিহাটের মতো অনেক ব্লকেই এই ঘটনা ঘটেছে৷ অনেক জায়গাতেই বিক্ষুব্ধদের বোঝাতে কালঘাম ছুটছে নেতাদের৷

যদিও প্রকাশ্যে এ কথা স্বীকার করেননি দলের জেলা নেতৃত্ব৷ তৃণমূলের জেলা সভাপতি মোহন শর্মা বলেন, ‘‘দলের নির্দেশ অমান্য করে এক আসনে একাধিক নেতা মনোনয়নপত্র জমা দেননি৷ অনেক জায়গায় আমাদের ডামি-প্রার্থী রয়েছে৷ সেই প্রার্থী আমরা প্রত্যাহারও করে নেব৷’’

বিরোধীদের ‘সমঝোতা’ নিয়েও চিন্তা বাড়ছে তৃণমূল নেতৃত্বের একাংশের৷ আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী এ দিন সরাসরি অভিযোগ করেন, ‘‘আধি-ভৌতিক পদ্ধতিতে এ বারের পঞ্চায়েত নির্বাচনে আলিপুরদুয়ার ১ ব্লকের চারটি পঞ্চায়েতে বিজেপি, কংগ্রেস ও সিপিএম অলিখিত ভাবে আসন সমঝোতা করেছে৷ মনোনয়নপত্র জমা দিয়েছেন সে ভাবে৷’’

যদিও সৌরভের এই অভিযোগ বিরোধী দলের জেলা শীর্ষ নেতাদের কেউই মানতে চাননি৷ কিন্তু তৃণমূল নেতাদের একাংশের আশঙ্কা, বিরোধীরা এ ভাবে সমঝোতা করে একের বিরুদ্ধে এক পদ্ধতিতে লড়াই শুরু করলে অনেক জায়গাতেই তাঁদের প্রার্থীরা বেকায়দায় পড়বেন৷ যদিও প্রাকাশ্যে এটাও মানতে চাননি তৃণমূলের জেলা শীর্ষ নেতৃত্ব৷ সৌরভের কথায়, ‘‘এই অনৈতিক সমঝোতা মানুষ কখনওই মানবে না৷ নির্বাচনে ওরা যোগ্য জবাব পাবে৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE