রাজ্যের বিশেষ পর্যবেক্ষক তন্ময় ভট্টাচার্যের উপস্থিতিতে মালদহ জেলা প্রশাসনিক ভবনে এসআইআর নিয়ে সর্বদল বৈঠক হয়ে গেল বৃহস্পতিবার। বৈঠকে উপস্থিত উপস্থিত ছিলেন জেলাশাসক প্রীতি গোয়েল, অতিরিক্ত জেলাশাসক পীযূষ সালুঙ্খে-সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা ও একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধি।
জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু জানিয়েছেন, দলের তরফ থেকে বেশ কিছু তথ্য জানার ছিল। সেই সব জবাব পাওয়া গিয়েছে।
জেলা কংগ্রেসের সহ-সভাপতি ভূপেন্দ্রনাথ হালদার জানান, এসআইআর-এর ফর্ম ফিলআপ করার পরে ওয়েবসাইটে তথ্য আপলোড নিয়ে কিছু সমস্যা দেখা দিচ্ছে। এই সংক্রান্ত বিষয়ে জেলাশাসকের সঙ্গে আলোচনা করা হয়েছে।
আরও পড়ুন:
জেলা বিজেপির অভিযোগ, বিএলও-রা ফর্ম জমা নিতে অস্বীকার করছেন। বৈঠকে সেই সমস্যার কথা তুলে ধরা হয়। সেই সঙ্গে দাবি জানানো হয়, এক জনও অবৈধ ভোটারের নাম যাতে তালিকায় না থাকে। পাশাপাশি দাবি, বৈধ ভোটারের নাম তালিকা থেকে যেন কাটা না যায়।