শিলিগুড়ির মাটিগাড়ায় তৈরি হচ্ছে রাজ্যের সবচেয়ে বড় মহাকাল মন্দির। বৃহস্পতিবার সেই মন্দির নির্মাণের স্থানটি পরিদর্শন করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। তাঁর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার-সহ সংশ্লিষ্ট দফতরের আধিকারিকেরা।
মোট ৫৪ বিঘা জমির উপর তৈরি হবে এই মহাকাল মন্দির। পরিদর্শন শেষে মেয়র গৌতম দেব বলেন, ‘‘মহাকাল মন্দির নির্মাণের জন্য মন্ত্রিসভার অনুমোদন ইতিমধ্যেই মিলেছে। নির্মাণকাজও শুরু হবে তাড়াতাড়ি। এই প্রকল্প বাস্তবায়নে পুরনিগম সম্পূর্ণ সহযোগিতা করবে।’’
আরও পড়ুন:
উত্তরবঙ্গ সফরে গিয়ে নতুন মহাকাল মন্দির তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণা মতো মাটিগাড়ায় মহাকাল মন্দির তৈরির জন্য আনুষ্ঠানিক ভাবে জমি বরাদ্দ করেছে রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর বক্তব্য, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উত্তরবঙ্গে ধর্মীয় পর্যটনের নতুন দিগন্ত খুলে যাবে।
সরকারের দেওয়া তথ্য অনুযায়ী জমিটি দার্জিলিং জেলার মাটিগাড়া থানা এলাকার উজানো (জেএল নম্বর ৮৬) এবং গৌড়চরণ মৌজায় (জেএল নম্বর ৮১) অবস্থিত। পর্যটন দফতরের হাতেই ওই জমি থাকায় সেখানে শুধু মন্দিরই নয়, পাশাপাশি একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্রও গড়ে তোলা হবে।