কালিম্পং, কার্শিয়াঙের পরে এবার দার্জিলিং পুরসভাও দখলের পথে বিনয় তামাঙ্গ-অনীত থাপারা। দার্জিলিং পুরসভার চেয়ারপার্সন পদে প্রতিভা রাই এবং ভাইস চেয়ারপার্সন পদে সাগর তামাঙ্গের নাম ঘোষণা করেছেন অনীত থাপা।
৩১ ওয়ার্ডের পুরসভার ২৮ জন কাউন্সিসরই তাঁদের সঙ্গে রয়েছেন বলে বিনয় শিবিরের দাবি। কাউন্সিলররা সকলেই মাস দুয়েক আগে বিনয় শিবিরে যোগ দেওয়ার ঘোষণা করেছিলেন। যদিও সে সময় বিনয়পন্থী কাউন্সিলররা অনাস্থা প্রস্তাব পেশ করলেও বিধি নিষিধের কারণে ভোটাভুটি হতে পারেনি। নিয়ম অনুযায়ী বোর্ড গঠনের ৬ মাসের মধ্যে অনাস্থা প্রস্তাব পেশ করা যায় না। পুরভোটের পরে নতুন বোর্ড গঠনের ৬ মাস পার হয়েছে গত নভেম্বরে। যে কোনও দিন অনাস্থা ভোট হতে পারে। বিনয় শিবির তাঁদের চেয়ারম্যান পদপ্রার্থীর নাম ঘোষণা করার পরে রাজনৈতিক মহলের জল্পনা, দ্রুত অনাস্থায় ভোটাভুটি হতে পারে।
পাহাড়ে আন্দোলনের সময়ে দার্জিলিং পুরসভার চেয়ারম্যান ডি কে প্রধানকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে ভাইস চেয়ারম্যান রামরুঙ্গ গোলেও পদত্যাগ করে। গত বুধবার জিটিএ-এর ডেপুটি চিফ তথা মোর্চার সম্পাদক অনীত থাপা নিজেই দুই নাম ঘোষণা করেন। চেয়ারপার্সন পদপ্রার্থী প্রতিভা রাই ২৩ এবং ভাইস চেয়ারপার্সন পদপ্রার্থী ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
দার্জিলিং গুরুঙ্গের খাসতালুক। সেখানকার পুরসভা মোর্চার আলোচনাপন্থীরা নিজেদের হাতে নিলে মোর্চার কট্টরপন্থীদের রাশ আরও কমে যাবে বলে আশা।