Advertisement
০৪ জুন ২০২৪

মাথা তুলছে গেরুয়া মঞ্চ

শুক্রবার সকাল থেকে শিলিগুড়ি আদালতে টানটান উত্তেজনা। এক দিকে তৃণমূলের তিরঙ্গা প্যান্ডেল। তাতে আইনজীবী ও স্থানীয় নেতাদের ভিড়। পাশেই লাল ও তিরঙ্গা রং মিশিয়ে করা আরেকটি প্যান্ডেল।

আইনি: রঙে ভাগ প্যান্ডেলে চলছে নির্বাচন। —নিজস্ব চিত্র।

আইনি: রঙে ভাগ প্যান্ডেলে চলছে নির্বাচন। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৭ ০২:২৫
Share: Save:

শুক্রবার সকাল থেকে শিলিগুড়ি আদালতে টানটান উত্তেজনা। এক দিকে তৃণমূলের তিরঙ্গা প্যান্ডেল। তাতে আইনজীবী ও স্থানীয় নেতাদের ভিড়। পাশেই লাল ও তিরঙ্গা রং মিশিয়ে করা আরেকটি প্যান্ডেল। কংগ্রেস ও সিপিএমের যৌথমঞ্চ। এত দিন আদালতের বার অ্যাসোসিয়েশনের ভোটে এমন দু’টি শিবিরই সবাই দেখেই এসেছেন। এই প্রথম বার তাতে যোগ হল আরেকটি শিবির। গেরুয়া প্যান্ডেলে বিজেপির আইনজীবী সেলের মঞ্চ। ত্রিমুখী লড়াইয়ে দিনভর ভোটগ্রহণ চলল শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের পদাধিকারী নির্বাচনী ভোটে। আজ, শনিবার দুপুর থেকে গণনা শুরু হবে।

আদালত সূত্রের খবর, গতবার বারের ক্ষমতাসীন গোষ্ঠী কংগ্রেস এবং বাম মনোভাবাপন্ন আইনজীবীরা এ বারও জোট করেছেন। সভাপতি, সম্পাদক থেকে কার্যনিবার্হী কমিটির ১৫টি আসনে কংগ্রেস ল সেলের আইনজীবারা ১০টি আসনে লড়ছেন। বাকি ৫টিতে বাম মনোভাবাপন্ন আইনজীবীরা। তৃণমূল ল সেল একাই ১৫টি আসনে প্রার্থী দিয়েছে। বিজেপি সেলের আইনজীবীরা সব ক’টি আসনে লড়াইয়ের প্রস্ততি নিলেও তাদের দু’টি মনোনয়ন বাতিল হয়।

দুপুর দেড়টা নাগাদ শুরু হওয়া ভোটগ্রহণ রাত ৮টা নাগাদ শেষ হয়। ১১০০ ভোটার থাকলেও ভোট পড়েছে ৯৫২টি। তিন পক্ষই জেতার বিষয়ে আশাবাদী। কংগ্রেস ল সেলের পক্ষে সম্পাদক পদপ্রার্থী চন্দন দে এবং বামেদের অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়নের পক্ষে সম্পিতা স্যানাল জানান, সাধারণ আইনজীবীদের স্বার্থে আমরা বরাবর কাজ করে আসছি। অন্যদের মতো রাজনীতি করি না। তাই গতবারের মতো আমরাই জিতব।

আদালত সূত্রের খবর, ভোট শুরুর আগে রিপোর্ট পেশের সময় কাছারি রোড থেকে আদালত সরানোর প্রসঙ্গকে ঘিরে বাম-কংগ্রেসের আইনজীবীদের সঙ্গে তৃণমূলের আইনজীবীদের কথাকাটাকাটি ঘিরে কিছু সময় উত্তেজনা ছড়ায়। পরে অন্য আইনজীবীরা পরিস্থিতি সামাল দেন। ভোট শুরু হতেই স্লিপ, কার্ড নিয়ে তিনপক্ষ জোর প্রচারে নেমে পড়েন। আদালতের গেট থেকে ভোটারদের ডেকে আনা, ভোট প্রার্থনা চলতে থাকে। তৃণমূলের লিগ্যাল সেলের নেতা তথা ভোটে সভাপতি পদপ্রার্থী পীষুষ ঘোষ বলেন, ‘‘আমরা পরিবর্তনের ডাক দিয়েছি। ভোট ভালভাবেই হয়েছে।’’

প্রথমবার হলেও তাঁরা যে পিছিয়ে নেই তা বুঝিয়ে দিয়েছেন বিজেপি ল সেলের আইনজীবী। ক্যাম্প করে রাত অবধি বসে থাকা, প্রচার কিছুই বাদ রাখেননি। সেলের নেতা তথা সভাপতি পদপ্রার্থী অরুণ সরকার জানান, আমরা আইনজীবীদের কাছে একটা সুযোগ চেয়েছি। ১৩টি উন্নয়নের বিষয় তুলে ধরেছি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Alipurduar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE