Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ভক্তকে দেখতে হাসপাতালে দেবজিৎ

দেবজিতের অভিযোগ, নির্বাচনের মুখে বিজেপির রাজনৈতিক কর্মসূচি আটকাতে তৃণমূল পুলিশকে দিয়ে ভক্তের বাড়িতে আগ্নেয়াস্ত্র ও বোমা রেখে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।

ভক্তকুমার রায়

ভক্তকুমার রায়

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৯ ০৭:৪৩
Share: Save:

আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক আইনে ধৃত বিজেপির যুব সংগঠন যুবমোর্চার উত্তর দিনাজপুর জেলা সভাপতি ভক্তকুমার রায়ের সঙ্গে দেখা করলেন সংগঠনের রাজ্য সভাপতি দেবজিৎ রায়। শুক্রবার দেবজিৎ রায়গঞ্জে এসে সংগঠনের জেলা নেতাদের নিয়ে রায়গঞ্জ হাসপাতালের লকআপে ভক্তের সঙ্গে দেখা করেন। ভক্তের জামিনের জন্য আইনি লড়াই চালানো হচ্ছে বলে দেবজিৎ তাঁকে আশ্বাস দেন। পরে দেবজিৎ রায়গঞ্জের বন্দর এলাকায় ভক্তের বাড়ি গিয়ে তাঁর পরিবারের সঙ্গেও কথা বলেন। বিকেলে মহাত্মা গাঁধী রোডে বিজেপির কার্যালয়ে জেলা নেতাদের সঙ্গে বৈঠক করে কলকাতায় রওনা হন তিনি। বিজেপির জেলা সভাপতি নির্মল দাম বলেন, ‘‘এ দিন ভক্তের জামিন ও নির্বাচনের প্রচারে নিয়ে বৈঠক হয়।’’

দেবজিতের অভিযোগ, নির্বাচনের মুখে বিজেপির রাজনৈতিক কর্মসূচি আটকাতে তৃণমূল পুলিশকে দিয়ে ভক্তের বাড়িতে আগ্নেয়াস্ত্র ও বোমা রেখে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।

গত ৯ মার্চ রায়গঞ্জের বাড়ি থেকে ভক্তকে গ্রেফতার করে পুলিশ। বেআইনি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক আইনে একাধিক জামিনঅযোগ্য ধারায় মামলা দায়ের হয়। রায়গঞ্জের মুখ্য বিচারবিভাগীয় আদালতে প্রথমে তাঁর দু’দিনের পুলিশ হেফাজত ও পরে ১২ মার্চ ১৪ দিনের জেল হেফাজত হয়। তবে ভক্তের ডানহাতে চোট থাকায় বৃহস্পতিবার হাসপাতালের লকআপে তাঁর চিকিৎসার ব্যবস্থা হয়। যুবমোর্চার জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ রায়ের দাবি, ১৮ মার্চ বিজেপির আইনজীবীরা রায়গঞ্জ জেলা আদালতে ভক্তের জামিনের আবেদন করবেন।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

জেলা তৃণমূল সভাপতি অমল আচার্যের অবশ্য দাবি, নির্বাচনের আগে তৃণমূলের নেতা-কর্মীদের উপর সন্ত্রাস চালাতেই ভক্ত আগ্নেয়াস্ত্র ও বোমা মজুত করেছিল। বিজেপির ষড়যন্ত্র প্রকাশ্যে আসায় পুলিশ ও তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Youth Uttar Dinajpur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE