Advertisement
০২ মে ২০২৪
রহস্য: ২

মেলায় বোমা দোকানে, আতঙ্ক কাটছে না চাঁচলে

মালদহের চাঁচলে মেলা লক্ষ করে বোমা মারার ঘটনার এখনও কিনারা হয়নি। রবিবার রাতে ওই বোমা ফাটার পর পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা শুরু করেছে। কিন্তু অভিযুক্তদের কেউ গ্রেফতার না হওয়ায় বাসিন্দারা আতঙ্কে।

নিজস্ব সংবাদদাতা
চাঁচল শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৬ ০২:৫৫
Share: Save:

মালদহের চাঁচলে মেলা লক্ষ করে বোমা মারার ঘটনার এখনও কিনারা হয়নি। রবিবার রাতে ওই বোমা ফাটার পর পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা শুরু করেছে। কিন্তু অভিযুক্তদের কেউ গ্রেফতার না হওয়ায় বাসিন্দারা আতঙ্কে।

চাঁচলের এসডিপিও অভিষেক মজুমদার বলেন, ‘‘আমি নিজেও ঘটনাস্থলে গিয়েছিলাম। আতঙ্ক ছড়াতেই এ কাজ করা হয়েছে বলে মনে হচ্ছে। আমরা কিছু সূত্র পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। খুব শীঘ্রই ঘটনার কিনারা করা হবে।’’

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে মেলা কমিটির সঙ্গে স্থানীয় এক যুবকের বিবাদের কথা জানা গিয়েছে। বিবাদের জেরেই মেলায় বোমা ছুড়ে দোকানিদের ওই যুবক ভয় দেখাতে চেয়েছিল বলে প্রাথমিক তদন্তে সন্দেহ পুলিশের। তার খোঁজে তল্লাশি চলছেও বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বোমা ফেটে আহতদের ধরন দেখে পুলিশের সন্দেহ, বোমাটি কম শক্তিশালী কোনও সুতলি জাতীয় বোমা হয়ে থাকতে পারে। ওই ঘটনার পর এ দিন অবশ্য মেলা চালু ছিল।

চাঁচলের কলমবাগানে একমাস ধরে ওই মেলা চলছিল। রাত সওয়া নটায় মেলার একপ্রান্তে বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক দোকানির নাকে বোমার টুকরো লাগে। গালে, ও কানের পাশে বোমার টুকরো লেগে আহত হয় মেলা দেখতে আসা এক বালিকাও। বোমা ফেটে তেমন ক্ষতি না হলেও শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুটে আসেন এসডিপিও-সহ পুলিশ বাহিনী। কাগজ ও পাথরের টুকরো ছাড়া আর কিছু মেলেনি বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

মেলার পশ্চিমদিকে খোলা মাঠ। সেদিক থেকেই বোমাটি ছুড়ে মারা হয় বলে তদন্তে সন্দেহ পুলিশের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chanchal Bomb
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE