Advertisement
E-Paper

টুকরো খবর

এক বছরের বাচ্চা-সহ এক মহিলাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে।

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৪ ০২:১৬

স্ত্রী-পুত্রকে মারধরে অভিযুক্ত ব্যবসায়ী

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

এক বছরের বাচ্চা-সহ এক মহিলাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির স্টেশন ফিডার রোড এলাকায়। এই অভিযোগ জানিয়ে শিলিগুড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেন পুনম শর্মা। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান শিলিগুড়ি থানার আইসি-সহ পুলিশকর্মীরা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা পলাতক। শিলিগুড়ি পুলিশের ডিসি অংমু গ্যামসো পাল বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশ জানিয়েছে, পুনমদেবীর স্বামী এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এলাকায় তাঁর হোটেল, মদের দোকান ও সোনার দোকান রয়েছে। পুলিশ সূত্রের খবর, সাড়ে ন’বছর আগে তাঁদের বিয়ে হয়েছে। বিয়ের আগে পুনম তাঁর স্বামীর সোনার দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। সেই সূত্রেই পুনমকে বিয়ের প্রস্তাব দেন তাঁর স্বামী। প্রথমে রাজি না হলেও পরে তাঁরা রাজি হন। পুনমদেবীর মা সারদাদেবী বলেন, “আমাদের হাতে পায়ে ধরে মেয়েকে বিয়ের জন্য রাজি করায় ওই ব্যক্তি ও তাঁর মা। তবে বিয়ের কয়েকদিন পর থেকেই মারধর করত। খেতেও দিত না।” দম্পতির সন্তান না হওয়ায় তাঁরা একটি পুত্র সন্তান দত্তকও নেন। পুনমদেবী অভিযোগ করেন, “তিনি থানায় যাচ্ছেন তা কেউ জানত না। তা সত্ত্বেও কীভাবে পুলিশ যাওয়ার আগে স্বামী ও শাশুড়ি পালিয়ে গেল। তা বুঝতে পারছি না।” অভিযুক্তের ম্যানেজার অলক রায় মালিক কোথায় গিয়েছে তা জানেন না বলে জানান। পুলিশকে পুনমদেবী জানিয়েছেন, কয়েক বছর থেকে তাঁদের বাড়িতে নেপালের বাসিন্দা এক মহিলা থাকতে শুরু করেন। মাস দুয়েক আগে পুনমদেবী জানতে পারেন, সে তাঁর স্বামীর দ্বিতীয় স্ত্রী। তাঁদের একটি তিন বছরের ছেলেও রয়েছে। এ দিন সকালে অশান্তি চরমে উঠলে তিনি পুলিশের দ্বারস্থ হন। অভিযুক্তদের ফোন সারাদিন বন্ধ ছিল।

নজরদারি বাড়াতে গ্রামরক্ষী বাহিনী

নিজস্ব সংবাদদাতা • চাঁচল

প্রয়োজনের তুলনায় থানায় পুলিশ কর্মী কম। তাই নজরদারি বাড়াতে গ্রামরক্ষী বাহিনী তথা আরজি পার্টি গড়ার উদ্যোগ নিয়েছে মালদহের চাঁচল মহকুমা পুলিশ। প্রতিটি থানার ফোন নম্বরের পাশাপাশি অফিসারদের মোবাইল ফোন নম্বরও দিয়ে দেওয়া হবে বাহিনীর সদস্যদের। যে কোনও প্রয়োজন বা সমস্যায় তারা ফোন করলেই হাজির হবে পুলিশ। মঙ্গলবার চাঁচল মহকুমার চারটি থানার পুলিশ ও বিভিন্ন এলাকার বাসিন্দাদের নিয়ে সভাও করেন চাঁচলের এসডিপিও। সেখানেই গ্রামরক্ষী বাহিনী গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নভেম্বরের শেষে এলাকায় পরপর তিনটি ডাকাতির ঘটনা ঘটে বলে অভিযোগ। চাঁচলের এসডিপিও কৌস্তভদীপ্ত আচার্য় বলেন, “প্রতিটি থানাতেই প্রয়োজনের তুলনায় পুলিশকর্মীর সংখ্যা কম। ফলে আরজি পার্টি তৈরি হলে অপরাধ রোখা সম্ভব হবে। আগাম কোনও অপরাধের আভাস পেলে তা প্রতিরোধ সম্ভব হবে।” নভেম্বরের মাঝামাঝি চাঁচলের কলিগ্রামে, রতুয়ার অমরসিঙ্গি এলাকায় লুঠপাট হয়। ২৮ তারিখ রাতে চাঁচলের সিহিপুরে এক সার ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। কোনও ঘটনারই কিনারা করতে পারেনি পুলিশ। সোমবার রাতেও ফের চাঁচলের মকদমপুর এলাকায় হানা দেয় দুষ্কৃতীরা। এর পরেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়। মহকুমার সবক’টি থানায় ৩০ শতাংশ শূন্যপদ রয়েছে। তাই বাহিনী তৈরির সিদ্ধান্ত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

নিখোঁজ দুই যুবক উদ্ধার

নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ

নিখোঁজ দুই ওষুধ বিক্রেতা যুবককে উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার রায়গঞ্জ থানার পুলিশের একটি দল ঝাড়খন্ডের হামিদপুরের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাঁদের পাওয়া যায়। বছর আঠাশের রতন বর্মনের বাড়ি রায়গঞ্জ থানার পানিশালায়। বছর ত্রিশের মুর্তাজা করণদিঘি থানার ভিখনে থাকেন। রতন ও মুর্তাজা বিভিন্ন এলাকায় ঘুরে আয়ুর্বেদিক ওষুধ বিক্রির কাজ করতেন। ২৩ নভেম্বর মালদহের কালিয়াচক এলাকায় ওষুধ বিক্রি করতে গিয়ে ওই দুই যুবক নিখোঁজ হয়ে যান। রায়গঞ্জ থানার আইসি গৌতম চক্রবর্তী জানান, কালিয়াচক থেকে ঝাড়খন্ড যাওয়ার পথে ঝাড়খন্ডের একদল দুষ্কৃতী তাঁদের জোর করে হামিদপুর এলাকায় নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় আটকে রেখেছিল। পরিবারের লোকজনকে ফোন করে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। মোবাইলের সূত্র ধরে তাঁদের উদ্ধার করা হয়। দুষ্কৃতীদের ধরা সম্ভব হয়নি। ঝাড়খন্ড পুলিশকে জানানো হয়েছে।

চটকল নিয়ে বৈঠক স্থগিত

নিজস্ব সংবাদদাতা • কোচবিহার

মুখ্যমন্ত্রীর কোচবিহার জেলা সফরের দিন বন্ধ চটকল খোলা নিয়ে শ্রম দফতরের পূর্ব ঘোষিত বৈঠক হচ্ছে না। দফতর সূত্রে খবর, গত সপ্তাহে কোচবিহারের চকচকা শিল্পতালুকের একটি চটকলে শ্রমিকদের একাংশের গরহাজিরার অভিযোগে কাজ বন্ধের বিজ্ঞপ্তি জারি করেন কর্তৃপক্ষ। তার জেরে সমস্যায় পড়েন কারখানার ৬০০ জন শ্রমিক। মালিকপক্ষ, বিভিন্ন শ্রমিক সংগঠনের কর্তাদের নিয়ে আজ বৃহস্পতিবার বৈঠকের কথা ছিল। মুখ্যমন্ত্রীর সফরসূচিতে শ্রম দফতরের উদ্যোগে বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের চেক বিলি থাকায় বৈঠক স্থগিত রাখা হয়েছে। শ্রম দফতরের অবশ্য দাবি, মালিকপক্ষই বৈঠকের দিন পিছিয়ে দেওয়ার জন্য আর্জি জানানো হয়। কোচবিহারের সহকারি শ্রম কমিশনার সুমন্ত রায় জানান, ১৮ ডিসেম্বর বৈঠক হবে।

প্রতিবন্ধীদের অনশন-অবস্থান

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

দাবি পূরণে শিলিগুড়ির হাসমিচকে ৬ ঘণ্টার প্রতীকী অনশন-অবস্থান করলেন প্রতিবন্ধীরা। বুধবার বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপনে শিলিগুড়ির জংশন স্টেশন থেকে মিছিল করে হাসমিচকে আসে প্রয়াস ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটির সদস্যরা। মুখ্যমন্ত্রীর উদ্দেশে লেখা স্মারকলিপিও মহকুমাশাসকের দফতরে জমা দেন। সংগঠনের তরফে অর্ঘ্য বসু বলেন, “দীর্ঘদিন ধরেই আমরা দাবি জানিয়ে আসছি। সব স্টেশনে প্রতিবন্ধীদের জন্য টিকিট সংরক্ষণ ব্যবস্থা, সরকারি দফতরে প্রতিবন্ধীদের যাতায়াতের মতো পরিকাঠামো, প্রতিবন্ধীদের বিপিএল তালিকাভুক্ত করার মতো কিছু ন্যায্য এবং মৌলিক দাবি জানানো হয়েছে। তা নিয়েও গাফিলতি করছে সরকার।” সন্ধ্যে ৬টা পর্যন্ত কর্মসূচি থাকলেও, তার আগেই প্রশাসন আশ্বাস দেওয়ায় অবস্থান ওঠে।

আগুনে ভস্মীভূত বাড়ি, জখম পাঁচ

আগুনে ভস্মীভূত হল দার্জিলিঙের পাউন্ড রোডের একটি চারতলা বাড়ি। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের দু’টি বাড়িও। মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ পাউন্ড রোডের ওই চারতলা বাড়িতে আগুন লাগে। অন্তত দু’ঘণ্টা ধরে বাড়ির একতলা থেকে চারতলা পর্যন্ত জ্বলতে দেখা যায়। ওই বাড়িতে ৯টি পরিবার থাকত। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের এলাকার একটি কমিউনিটি হলে রাখা হয়েছে। দমকল সূত্রে জানানো হয়েছে, আগুন লেগে বাড়িতে মজুত কয়েকটি গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ায় ক্ষয়ক্ষতি বেড়েছে। দুই মহিলা-সহ ৫ জন জখম হয়েছেন। জখম অংশু গজমের, লালসিংহ গজমের, সুনীল প্রসাদ, পুজা প্রসাদ এবং আদর্শ প্রসাদকে দার্জিলিং জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দার্জিলিং জেলা হাসপাতালের সুপার সৈকত প্রধান বলেন, “প্রত্যেকেরই শরীরের ২০ থেকে ২৫ ভাগ পুড়ে গিয়েছে। যদিও সকলেরই পরিস্থিতি স্থিতিশীল।’’ দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। তবে পুরোপুরি আগুন নিভতে ভোর হয়ে যায়। রাত দেড়টা নাগদ আগুন নিয়ন্ত্রণে এলেও, বাড়ির ভিতর থেকে ক্রমাগত কালো ধোঁয়া বেরোতে থাকায় দমকল কর্মীরাও জল দিয়ে আগুন নেভানোর কাজ চালিয়ে যান। দমকলের দার্জিলিং কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জিকে মুখিয়া বলেন, “রাত দেড়টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ঠিক কী কারণে, কোথা থেকে আগুন লাগল তা এখনও নিশ্চিত করে বলা সম্ভব নয়।” জখম রামসিংহ গজমের বলেন, “সবেমাত্র ঘুমোতে যাচ্ছিলাম। পড়শিরা আগুন দেখে চিত্‌কার করতে থাকে। বাবা এবং মেয়েকে নিয়ে পালিয়ে আসার চেষ্টা করি। একটি গ্যাস সিলিন্ডার ফেটে ওরা জখম হয়েছেন।” পরিবার সূত্রে জানা গিয়েছে, রামসিংহের কিশোরী মেয়ে অংশু, বাবা ৮৬ বছরের লালসিংহ জখম হয়েছেন। এ ছাড়াও জখম হয়েছেন।

প্রতিবন্ধী দিবস উদ্‌যাপন

ওরা সকলেই মূক ও বধির। সকলেই ঘর-হারা। সমাজকল্যাণ দফতরের অধীনস্থ রায়গঞ্জের সূর্যোদয় মূক ও বধির আবাসিক হোমের এমনই ৩০ জন আবাসিক কিশোর কিশোরী বুধবার ব্যান্ডের তালে তালে প্যারেড ও নাচ পরিবেশন করলেন। এদিন প্রশাসনিক উদ্যোগে রায়গঞ্জের স্টেডিয়াম মাঠে বিশ্ব প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানের আয়োজন হয়। জেলাশাসক স্মিতা পান্ডে, জেলা পরিষদের সভাধিপতি আলেমা নুরি, সহকারি সভাধিপতি পূর্ণেন্দু দে, সর্বশিক্ষা মিশনের জেলা প্রকল্প আধিকারিক রেজানুল করিম তরফদার-সহ প্রশাসনের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ দিন সূর্যোদয়ের ১০ থেকে ১৬ বছর বয়সী ১৮ জন কিশোর ও ৫ জন কিশোরী নিজেরাই ব্যান্ড বাজিয়ে তালে তালে পা মিলিয়ে প্যারেডে করে। তাদের অনুসরণ করে জেলার বিভিন্ন স্কুলের প্রথম থেকে অষ্টম শ্রেণির ৩৫০ জন প্রতিবন্ধী পড়ুয়া। প্যারেডের মাধ্যমে প্রতিবন্ধীরা জেলাশাসক ও সভাধিপতিকে অভিবাদন জানায়। এরপর সূর্যোদয়ের আরও ৭ জন মূক ও বধির কিশোরী নৃত্য পরিবেশন করে। সূর্যোদয়ের অধ্যক্ষ তথা এ দিনের অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্বে থাকা পার্থসারথি দাস বলেন, “হোমের শিক্ষক ও শিক্ষাকর্মীরা টানা তিনমাস ধরে মূক ও বধিরদের প্যারেড ও নাচের প্রশিক্ষণ দিয়েছেন।”

জাল নোট উদ্ধার

প্রায় এক লক্ষ টাকার জালনোট-সহ এক জনকে ধরেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় ইসলামপুর থানার রামগঞ্জ এলাকার ঘটনা। এদিন সন্ধ্যায় ওই জাল টাকা নিয়ে এলাকায় জড়ো হন তিনজনের দুষ্কৃতী দল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ কর্মীরা ক্রেতারা সেজে এলাকায় হানা দেন। একজনকে ধরা গেলেও বাকি দুজন পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আবদুল জব্বার। বাড়ি কদমগাছি এলাকাতে। তার কাছ থেকে ৯৫ হাজার টাকার জালনোট মিলেছে।

ট্রাকের ধাক্কায় মৃত্যু

ট্রাকের ধাক্কায় মৃত্যু হল দুই মোটরবাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে এনজেপি ফাঁড়ির উত্তরকন্যার কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম প্রকাশ রায় (২৫) ও বিশু রায় (২৭)। তাঁদের বাড়ি জলপাইগুড়ির ভুটকিরহাটে। ওইদিন মোটরবাইকে করে জলপাইগুড়ি যাচ্ছিলেন তাঁরা।

প্রতিবন্ধী দিবসে পদযাত্রা শিলিগুড়িতে।

অস্ট্রেলিয়ার প্রয়াত ক্রিকেটার ফিল হিউজের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার নীরবতা পালন করলেন
শিলিগুড়ির অগ্রগামী ক্রিকেট প্রশিক্ষণ শিবিরের খেলোয়াড়েরা। ডান দিকে, এ দিনই হিউজের প্রতি শ্রদ্ধা
জানিয়ে মোমবাতি জ্বালান এসএফআই-ডিওয়াইএফ কর্মীরাও। ছবি: বিশ্বরূপ বসাক।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy