আবার অশান্তি ছড়াল ভারত-বাংলাদেশ সীমান্তে। এ বার কোচবিহার জেলায়। বিএসএফকে আক্রমণের অভিযোগ উঠল বাংলাদেশের একদল পাচারকারীর বিরুদ্ধে। তাতে জখম হলেন বিএসএফের এক জওয়ান। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে ভারত-বাংলাদেশ সীমান্তের খারিজা গীতালদহ এলাকায়।
বাংলাদেশে উদ্ভুত পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ রুখতে তৎপর বিএসএফ। বাড়তি নজরদারি চলছে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলিতে। কিন্তু বিগত বেশ কিছু দিন ধরে সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, কাঁটাতার ডিঙিয়ে এ পারে এসে ফসল চুরি-সহ নানা অভিযোগ উঠেছে বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। আগেও বিএসএফ আক্রমণের মুখে পড়েছে। ওই সমস্ত ঘটনার পরে নজরদারি আরও বাড়িয়েছে সীমান্তরক্ষী বাহিনী। কিন্তু তার মধ্যে শুক্রবার উত্তেজনা ছড়াল কোচবিহারের সীমান্তে।
অভিযোগ, শুক্রবার সীমান্তে পাহারা দেওয়ার সময়ে ও পার থেকে বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। তাতে উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। ও পার থেকে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি-র জওয়ানেরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু তত ক্ষণে বিএসএফের উপর হামলা করে পালিয়েছে দুষ্কৃতীরা। মনে করা হচ্ছে, চোরাচালানে অসুবিধা তৈরি হওয়ায় বিএসএফের উপর এই আক্রমণ।
আরও পড়ুন:
শুক্রবারের ঘটনা প্রসঙ্গে দিনহাটার মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র বলেন, ‘‘খারিজা গীতালদহ এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানেরা যখন টহল দিচ্ছিলেন, সেই সময় বাংলাদেশি দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে ঢিল ছোড়েন। ঘটনায় এক জওয়ানের মাথায় আঘাত লেগেছে। পরবর্তী সময়ে ঘটনাস্থলে বিজিবি-র জওয়ানেরা যান। আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেই খবর।’’