কোচবিহারে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের ক্যাম্পে এক জওয়ানের অস্বাভাবিক ভাবে মৃত্যু হয়েছে। সীমান্তরক্ষা বাহিনী সূত্রে খবর, আত্মহত্যা করেছেন ওই জওয়ান। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।
মৃত বিএসএফ জওয়ানের নাম মারুতকুমার দুবে। মধ্যপ্রদেশের বাসিন্দা ওই জওয়ানের বয়স ২৮ বছর। বিএসএফের একটি সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় ক্যাম্পের ভিতর ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। হাসপাতালে নিয়ে গেলে জওয়ানকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের গীতালদহ সীমান্তে বেশ কিছু দিন ধরে কর্মরত ছিলেন মারুতকুমার।
শনিবার রাতেই জওয়ানের মৃত্যুর খবর যায় দিনহাটা থানায়। ঘটনাক্রমে গীতালদহ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। জওয়ানের দেহ নিয়ে যাওয়া হয় দিনহাটা মহকুমা হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, মারুতকুমার আত্মহত্যা করেছেন।
আরও পড়ুন:
সহকর্মীরা জানিয়েছেন, ওই জওয়ান পারিবারিক সমস্যার কারণে আত্মঘাতী হয়েছেন। রবিবার দেহ ময়নাতদন্তের জন্য কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে পাঠিয়েছে পুলিশ। যোগাযোগ করা হয়েছে মৃতের পরিবারের সঙ্গে। জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, ‘‘মারুতকুমার দুবে নামে ২৮ বছরের এক বিএসএফ জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ক্যাম্প থেকে। তিনি মধ্যপ্রদেশের সোনারহাটি মহল্লার বাসিন্দা। দিনহাটা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিএসএফের অন্যান্য জওয়ানের দাবি অনুযায়ী, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন মারুতকুমার। পুলিশ একটি মামলা রুজু করেছে। তদন্ত চলছে।’’