শহরের নিরাপত্তা জোরালো করতে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে চাঁচলে। শহরে ক্রমশ বাড়তে থাকা অপরাধ ঠেকাতে এবং যানজট রুখতে যৌথভাবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে স্থানীয় ব্যবসায়ী সমিতি ও প্রশাসনের পক্ষ থেকে।
শুক্রবার, মহালয়ার দিন থেকেই শহরে এই ব্যবস্থা কার্যকর হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। চাঁচল ব্যবসায়ী সমিতি সিসিটিভি ক্যামেরার খরচ বহন করলেও সেগুলি নিয়ন্ত্রণ করবে পুলিশ। শহরের সব গুরুত্বপূর্ণ জায়গা বেছে নিয়ে সেখানে ওই সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে বলে জানিয়েছেন চাঁচলের এসডিপিওঅভিষেক মজুমদার। পুলিশ ও ব্যবসায়ীদের দাবি তারবিহীন ওই অত্যাধুনিক সিসিটিভি চেন্নাইতে রয়েছে। এই প্রযুক্তির সিসিটিভি তার কেটে অকেজো করে দেওয়া সম্ভব নয় বলে জানাচ্ছেন তাঁরা। ‘নাইট ভিশন মোড’ থাকায় অন্ধকারেও কাজ করতে সক্ষম হবে সেগুলি। শহরে ঢোকা ও বেরোনোর প্রতিটি রাস্তাতেই সেগুলি বসানো হয়েছে।
পুলিশ জানাচ্ছে চাঁচল শহর বিহার ঘেঁষা হওয়ায় বাইক চুরি, ছিনতাইয়ের মতো অপরাধে অধিকাংশ ক্ষেত্রেই বিহারের দুষ্কৃতীরা জড়িত। এ ছাড়়া রাতে মদ্যপ ও বাইক বাহিনীর তাণ্ডবে বাসিন্দারা অতিষ্ঠ। রয়েছে ভয়াবহ যানজট সমস্যাও। সবেতেই সিসিটিভি সহায়ক হবে বলে প্রশাসনের দাবি। তবে কোথায়, কত সংখ্যক সিসিটিভি ক্যামেরা বসছে তা নিরাপত্তার স্বার্থে গোপন রাখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। চাঁচল থানায় সিসিটিভি মনিটরিংয়ের জন্য সারাক্ষণের জন্য এক পুলিশকর্মী থাকবে। মহালয়ার দিন থেকে নম্বরপ্লেট বিহীন বাইকের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া শহরে যানজট এড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে প্রশাসন। শহরে ভুটভুটি, ট্রাক ঢোকা সহ বাস দাঁড়ানোর ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে।