ছিটমহল বিনিময়ের সময় বাসিন্দাদের সুষ্ঠু পুনর্বাসনের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ফ্যাক্স পাঠাল ছিটমহল বিনিময় সংগ্রাম সমিতি। বৃহস্পতিবার কোচবিহারের দিনহাটায় সাংবাদিক বৈঠক করে ওই কথা জানান ছিটমহল বিনিময় সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক হরিপদ মণ্ডল। তিনি বলেন, “বাসিন্দাদের পুনর্বাসনের ক্ষেত্রে যাতে কোনওরকম অশান্তির সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে ২০১১ সালের জনগণনার ভিত্তিতে পুনর্বাসনের দাবি জানিয়েছি আমরা।” সেই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়কে ধন্যবাদ জানানো হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকেও ধন্যবাদ জানান তাঁরা। হরিপদবাবু বলেন, “দীর্ঘ ৬৮ বছর ধরে ছিটমহল বিনিময়ের দাবিতে লড়াই আন্দোলন চলছে। বহু মানুষ ক্ষতিস্বীকার করে আন্দোলনে সামিল হয়েছেন। এবারে সেই সমস্যা মিটতে চলায় আমরা খুশি।”