আইনজীবীকে হেনস্থার অভিযোগ উঠল সিভিকের বিরুদ্ধে। ঘটনার পরে প্রতিবাদে শিলিগুড়ির ইসকন মন্দির মোড়ের কাছে সেবক রোড পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দা ও কয়েক জন আইনজীবী। অভিযুক্ত সিভিককে ক্ষমা চাওয়ার দাবিতে ঘটনাস্থলে নিয়ে আসার দাবি করেন আইনজীবীরা। অভিযোগ, রবিবার সন্ধ্যায় একটি বেপরোয়া গাড়ি প্রজ্ঞাদীপ্ত রায় নামে এক আইনজীবীর গাড়িতে ধাক্কা মারে। ট্র্যাফিক পুলিশের সামনে দিয়েই গাড়িটি পালিয়ে যায় বলে অভিযোগ।
ওই আইনজীবী বলেন, ‘‘ঘটনার পরে ট্র্যাফিক বুথে থাকা পুলিশকর্মীদের জানানো হয়। সেই সময় এক সিভিক এসে হেনস্থা করেন। অশ্রাব্য ভাষায় কথা বলেন। পরে অভিযুক্ত সিভিককে সামনে আনার জন্য পুলিশকে বলা হলেও তা করেনি।’’ ঘটনার কথা জানার পর সেখানে আরও কয়েক জন আইনজীবী পৌঁছন। এর পরে আইনজীবীরা ও স্থানীয় কয়েক জন বাসিন্দা সেবক রোড দিয়ে গাড়ি চলাচল আটকে দেন। ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি ও ভক্তিনগর থানার পুলিশ পৌঁছয়। আইনজীবীদের সঙ্গে আলোচনাও হয়।
দেবজ্যোতি গোস্বামী নামে এক আইনজীবী বলেন, ‘‘সিভিককে সামনে আনার জন্য বলা হলেও আনেনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই সিভিক দুর্ব্যবহার করেন।’’ পথ অবরোধ চলাকালীন পুলিশ কর্মীদের সঙ্গে ট্র্যাফিক পুলিশকর্মীদের বিবাদ হয়। কয়েক ঘন্টা ধরে চলে পথ অবরোধ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)