Advertisement
E-Paper

গোষ্ঠী সংঘর্ষে বছর শুরু, জখম এক

ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল মালদহের মানিকচক থানার গোপালপুর। মঙ্গলবার সকাল থেকেই দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রের খবর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৯ ০৪:১৪

ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল মালদহের মানিকচক থানার গোপালপুর। মঙ্গলবার সকাল থেকেই দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রের খবর। সংঘর্ষে জখম হয়েছেন একজন। ফের গ্রামে বোমাবাজির ঘটনা ঘটায় আতঙ্কিত গ্রামবাসীরা। নতুন বছরের দিনেও থমথমে হয়ে রয়েছে পুরো গ্রাম। পুলিশি টহলদারি চলছে গ্রামে। পুলিশ জানিয়েছে, ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে তিনটি তাজা বোমা। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গত ২৭ অগস্ট বোর্ড গঠনকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠেছিল গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বালুটোলা গ্রাম। ঘটনায় দু’পক্ষের বোমাবাজিতে নিহত হয়েছিলেন নিরীহ দুই গ্রামবাসী। অভিযোগ, পঞ্চায়েতের প্রধান পদ নিয়ে স্থানীয় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব রয়েছে। ওই পঞ্চায়েতে মোট ১০টি আসনের মধ্যে গত নির্বাচনে তৃণমূল এবং কংগ্রেস পাঁচটি করে আসন পায়। পরবর্তীকালে কংগ্রেসের সদস্যেরা তৃণমূলে যোগ দেন। স্থানীয় তৃণমূল নেতা সেরাজুল হকের স্ত্রী সেমা বিবিকে পঞ্চায়েত প্রধান করা হয়। আর উপপ্রধান হন তাঁরই ঘনিষ্ঠ মমতাজ বিবি। এ নিয়ে আপত্তি জানান দলেরই স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য সাইফুদ্দিন শেখ। তিনি তাঁর ঘনিষ্ঠ মোস্তাক শেখকে প্রধান করার দাবি জানান। ফলে প্রধান পদ নিয়ে দু’পক্ষের মধ্যে গোলমাল চলছিলই। অভিযোগ, প্রধান ও উপপ্রধানকে সাইফুদ্দিনের দলবলেরা লাগাতার হুমকি দিয়ে আসছিলেন। এজন্য আতঙ্কে মাসখানেক ঘরছাড়া ছিলেন তাঁরা। তাঁদের অভিযোগ, গ্রামে ফিরতেই ফের হুমকি দিতে শুরু করেন সাইফুদ্দিন শেখ ও তাঁর দলবলেরা।

এ দিন সকাল থেকেই সাইফুদ্দিনের লোকেরা গ্রামে বোমাবাজি করে বলে অভিযোগ। অভিযোগ, দু’টি মোটরবাইকও ভাঙচুর করা হয়। ঘটনায় আহত হয়েছেন এক গ্রামবাসী। স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে উদ্ধার করে ভর্তি করান মিল্কি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পুলিশ জানিয়েছে, আহতের নাম সুকরিৎ শেখ। তিনি গ্রামেই একটি চায়ের দোকান চালান। সুকরিৎ বলেন, ‘‘আমি রোজকার মতো সকালে দোকান খুলতে যাচ্ছিলাম। আচমকা বোমাবাজি শুরু হয়ে যায়। আমার পায়ে বোমা ছিটকে লাগে।’’

ফের গ্রামে বোমাবাজির ঘটনায় আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, মাসতিনেক আগে দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হয়েছিল দুই নিরীহ ব্যক্তির। এ দিন ফের সকালে বোমাবাজির ঘটনায় আতঙ্কে বাড়ি থেকে বের হওয়াই দায় হয়ে উঠেছে। পুলিশ জানিয়েছে, মাজেদ শেখ ও রিন্টু শেখকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্তদেরও খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। মালদহের পুলিশ সুপার অর্ণব ঘোষ বলেন, ‘‘পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তিনটি তাজা বোমাও উদ্ধার হয়েছে। সেই বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে।’’

সেমা বিবি বলেন, “প্রধান হওয়ার পর থেকেই আমাদের হুমকি দেওয়া হচ্ছে। সাইফুদ্দিনের দলবলের ভয়ে কিছুদিন বাড়িছাড়া ছিলাম। এ দিন ফের আমাদের উপরে ওরা হামলা চালায়। গ্রামে বোমাবাজি করে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে ওরা।” যদিও অভিযোগ অস্বীকার করেছেন সাইফুদ্দিন শেখ। তিনি বলেন, “একেবারে মিথ্যে অভিযোগ। এখানে আমার কোনও বিষয় নেই।” মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল বলেন, “পুলিশকে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে।”

TMC Political Clash Maldah
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy