পরিকাঠামোর অভাবে রায়গঞ্জের দু’টি হাইস্কুলে চলতি শিক্ষাবর্ষ থেকে স্নাতক স্তরের পাসকোর্সের পঠনপাঠন চালু করার সিদ্ধান্ত নিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে সকাল বেলায় রায়গঞ্জের কর্ণজোড়া হাইস্কুল ও দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানি বিদ্যাপীঠ হাইস্কুলে স্নাতক স্তরের পাসকোর্সের পঠনপাঠন চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। গত ৩ ফেব্রুয়ারি রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করে রাজ্য সরকার। সরকারি নির্দেশে আগামী জুলাই অথবা অগস্ট মাসে বিশ্ববিদ্যালয়ে কলা, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের মোট ২১টি বিষয়ে স্নাতকোত্তর ও ১৭টি বিষয়ে স্নাতক স্তরের পঠনপাঠন চালু হওয়ার কথা। উপাচার্য বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ে পরিকাঠামোর অভাবের দু’টি স্কুলে স্নাতক স্তরের পাসকোর্সের পঠনপাঠন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’