Advertisement
০৬ মে ২০২৪

জোড়া ফলায় নাকাল উত্তর

কখনও রোদ, কখনও বৃষ্টি। ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে আবহাওয়া। শিলিগুড়ি-জলপাইগুড়িতে বৃষ্টি থেকে বাঁচতে ছাতা নিয়ে বেরিয়ে রোদ আটকাতে তা কাজে লাগাচ্ছেন পথচারীরা।

বৃষ্টি শুরুর আগে রোদ ঠেকাতে মাথায় ছাতা। তার পরেই নামল ঝমঝমিয়ে বৃষ্টি। —নিজস্ব চিত্র।

বৃষ্টি শুরুর আগে রোদ ঠেকাতে মাথায় ছাতা। তার পরেই নামল ঝমঝমিয়ে বৃষ্টি। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪০
Share: Save:

কখনও রোদ, কখনও বৃষ্টি। ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে আবহাওয়া। শিলিগুড়ি-জলপাইগুড়িতে বৃষ্টি থেকে বাঁচতে ছাতা নিয়ে বেরিয়ে রোদ আটকাতে তা কাজে লাগাচ্ছেন পথচারীরা।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঘূর্ণাবর্ত ও মৌসুমী বায়ু, দুইয়ের উপস্থিতিতেই ক্রমাগত বদলে যাচ্ছে উত্তরের আবহাওয়া। এই মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া, পরক্ষণেই চড়া রোদ নাজেহাল করছে নাগরিকদের। শুক্রবার সকাল থেকেই শিলিগুড়িতে রোদের তেজে নাকাল হয়েছেন পথচারীরা। তাপমাত্রা বাড়তে শুরু করলেও দুপুরের পর থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টি। প্রায় ঘণ্টাদুয়েক স্থায়ী হয় বজ্রবিদ্যুৎ-সহ সেই বৃষ্টি।

গত বুধ ও বৃহস্পতিবারও এমনই খামখেয়ালি আবহাওয়ার সাক্ষী থেকেছে শিলিগুড়ি-জলপাইগুড়ি। কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, প্রতি বছরই বর্যার শেষে একসঙ্গেই চলতে থাকে রোদ ও বৃষ্টি দুটিই। তবে আবহাওয়া বিশেষজ্ঞরাও জানাচ্ছেন, এত ঘনঘন পরিবর্তন হয় না আবহাওয়ার। এ দিন দুপুরে বৃষ্টি হয়েছে পাহাড়ে। সিকিমের রাজধানী গ্যাংটকেও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। যার ফলে কমেছে তাপমাত্রাও। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের সিকিমের আধিকারিক গোপীনাথ রাহা বলেন, ‘‘এ বারের পরিস্থিতি কিছুটা আলাদা। মৌসুমী বায়ু এবং ঘূর্ণাবর্ত কখনও সক্রিয় হচ্ছে, কখনও আবার দুর্বল হয়ে পড়ছে।’’ তার জেরেই রোদ-বৃষ্টি ফের রোদ এমন চলছে বলে জানান তিনি।

বর্ষা বিদায়ের সময় প্রায় দোরগোড়ায়। এই পরিস্থিতিতে বিহারের আকাশে মাটি প্রায় এক কিলোমিটার উপরে বিস্তৃত একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে। সেটির টানে বঙ্গোপসাগর থেকে উত্তরের আকাশে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে। অন্য দিকে মেঘমুক্ত আকাশ থাকলে রোদের তাপও বাড়ছে। গরম বাতাসে জলীয় বাস্প মেশায় বায়ুমণ্ডলে অস্থিরতা তৈরি হচ্ছে। তার জেরেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মৌসুমী বায়ু এখনও উত্তরবঙ্গের আকাশে সক্রিয় রয়েছে। তার জেরেই চলছে বৃষ্টি। ঝড়-বৃষ্টি শুরু হওয়ার খানিক পরে ফের ঘূর্ণাবর্ত দুর্বল হয়ে পড়লে হাওয়ার টানে মেঘ সরে যায়। যার পরে ফের বাড়তে শুরু করে রোদের তেজ।

এ দিন দুপুরে শিলিগুড়ি-সহ মালবাজার, ডুয়ার্সেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। আগামী চব্বিশ ঘণ্টায় উত্তরবঙ্গ জুড়েই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

north bengal climate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE