Advertisement
১৭ জুন ২০২৪
মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি তুঙ্গে, ভাবাচ্ছে বৃষ্টি
Mamata Banerjee

Mamata Banerjee: হেলিকপ্টার মহড়া, ব্যবস্থা  সড়ক পথেও

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরের দিকেই আলিপুরদুয়ার জেলায় পৌঁছে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। আকাশপথে হাসিমারায় নামার কথা তাঁর।

প্রস্তুতি: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সভার আগে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে হেলিকপ্টার নামার মহড়া। রবিবার।

প্রস্তুতি: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সভার আগে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে হেলিকপ্টার নামার মহড়া। রবিবার। ছবি: নারায়ণ দে

পার্থ চক্রবর্তী
আলিপুরদুয়ার শেষ আপডেট: ০৬ জুন ২০২২ ০৯:১৭
Share: Save:

আজ, সোমবার আলিপুরদুয়ারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে রবিবার, ছুটির দিনে শেষ মুহূর্তের প্রস্তুতি চলল প্রশাসনের অন্দরে। প্যারেড গ্রাউন্ড ও সুভাষিণী চা বাগানে পরীক্ষামূলক ভাবে নামানো হল হেলিকপ্টার। খতিয়ে দেখা হল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসন সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে কোভিড বিধি মেনে চলার উপরেও জোর দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান মঞ্চের কাছেও থাকছে করোনা পরীক্ষার ব্যবস্থা। তবে বৃষ্টি নিয়েই রয়ে যাচ্ছে চিন্তা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরের দিকেই আলিপুরদুয়ার জেলায় পৌঁছে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। আকাশপথে হাসিমারায় নামার কথা তাঁর। তার পর সেখান থেকে চলে যাবেন মালঙ্গিতে। সেখানেই রাতে থাকবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল, মঙ্গলবার প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের কর্মিসভায় যোগ দেবেন। বুধবার কালচিনির সুভাষিণী চা বাগানের মাঠে আদিবাসী সমাজের গণ বিবাহের সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে ৫১০ জোড়া পাত্র-পাত্রীর বিয়ে হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়ার পর আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলছেই। আর সেটাই চিন্তায় রেখেছে প্রশাসনের কর্তাদের একাংশকে। বৃষ্টি নিয়ে কিছুটা চিন্তায় তৃণমূল শিবিরও। তবে বৃষ্টি হলেও মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে কোনও প্রভাব পড়বে না বলে এদিনও জানিয়েছেন প্রশাসনের কর্তারা। মুখ্যমন্ত্রীর কর্মসূচিকে কেন্দ্র করে প্যারেড গ্রাউন্ড ও সুভাষিণী চা বাগানের হেলিপ্যাড তৈরির পর এ দিন পরীক্ষা মূলকভাবে দুটি জায়গাতেই হেলিকপ্টার নামে। তবে আবহাওয়ার কথা মাথায় রেখেই দুটি জায়গাতেই সড়ক পথে মুখ্যমন্ত্রীর যাতায়াতের প্রস্তুতিও নিয়ে রেখেছে পুলিশ-প্রশাসন। এ জন্য একাধিক জায়গায় রাস্তার উপরে থাকা ফাইবারের তৈরি স্পিড ব্রেকার তুলে ফেলা হয়েছে। এদিন প্যারেড গ্রাউন্ড ও সুভাষিণী চা বাগানের মাঠ পরিদর্শনে যান জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা ও পুলিশ সুপার ওয়াই রঘুবংশী।

মুখ্যমন্ত্রীর আলিপুরদুয়ার জেলা সফরকে ঘিরে কোভিড বিধি মেনে চলার উপরেও জোর দিচ্ছে পুলিশ-প্রশাসন ও স্বাস্থ্য দফতর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুটি কর্মসূচিতে মুখ্যমন্ত্রী অনুষ্ঠান মঞ্চে কিংবা মঞ্চের কাছাকাছি যাঁরা থাকবেন, তাঁদের প্রত্যেককেই করোনা পরীক্ষা করাতে হবে। এ দিন থেকেই জেলা হাসপাতালে আরটিপিসিআর যন্ত্রে করোনার পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান মঞ্চের কাছেও থাকবে করোনা পরীক্ষার ব্যবস্থা। যাতে প্রয়োজনে সেখান
থেকেও কেউ করোনার পরীক্ষা করিয়ে নিতে পারেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Alipurduar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE