Advertisement
০৫ মে ২০২৪

খাতা দেখায় ত্রুটির নালিশ, ছাত্র বিক্ষোভ

খাতা দেখায় ত্রুটির অভিযোগে ফল প্রত্যাহারের দাবিতে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহের নিয়ামকের ঘরের সামনে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখালেন স্নাতকোত্তরের বাংলা বিভাগের ছাত্র-ছাত্রীরা।

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বিক্ষোভ। শুক্রবার। — নিজস্ব চিত্র

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বিক্ষোভ। শুক্রবার। — নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৭ ০১:৩৯
Share: Save:

খাতা দেখায় ত্রুটির অভিযোগে ফল প্রত্যাহারের দাবিতে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহের নিয়ামকের ঘরের সামনে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখালেন স্নাতকোত্তরের বাংলা বিভাগের ছাত্র-ছাত্রীরা। শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহের নিয়ামক সনাতন দাসকে ঘেরাও করে শুরু হয় বিক্ষোভ। উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় চত্বরে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দিলেও, লিখিত প্রতিশ্রুতির দাবিতে পরীক্ষাসমূহের নিয়ামক সনাতনবাবুকে ঘেরাও করে রাখা হয়।

তাঁদের দাবি, পরীক্ষা শেষ হওয়ার প্রায় চার মাস পরে ফলাফল দেওয়া হয়েছে। তারপরেও গড়ে নম্বর দেওয়া হয়েছে। যার জন্য আগামী দিনে নানা সমস্যায় পড়তে হবে বলে দাবি করেন পড়ুয়ারা। যদিও ফলাফল দেরি হওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের অধ্যাপকদের দায়ী করেছেন সনাতনবাবু। তিনি বলেন, ‘‘বাংলা বিভাগের অধ্যাপকেরা সময় মতো খাতা দেখে আমাদের হাতে না দেওয়ায় দ্রুত ফলাফল দেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়েছে। এইজন্য সংশ্লিষ্ট বিভাগের অধ্যাপকদের শো-কজ করার প্রক্রিয়া চলছে। এ ছাড়া ছাত্রছাত্রীদের দাবি খতিয়ে দেখে পরীক্ষা কমিটির হাতে তুলে দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট, মালদহ ও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারে ২৫০ জন ছাত্রছাত্রী রয়েছে। গত ২ সেপ্টেম্বর দ্বিতীয় এবং ৩ সেপ্টেম্বর চতুর্থ সেমেস্টারের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা শেষ হয়েছে। আর তাদের ফলাফল বের হয়েছে গত ২৫ জানুয়ারি।

পড়ুয়াদের অভিযোগ, পরীক্ষার খাতা ঠিক মতো দেখা হয়নি। যার জন্য প্রায় ৮০ শতাংশ পরীক্ষার্থী গড়ে ৪০ থেকে ৪৫ শতাংশ করে নম্বর পেয়েছেন। অধ্যাপকদের গাফিলতিতে এমন ফলাফল হয়েছে বলে অভিযোগ করেছেন পরীক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, বাংলা বিভাগে ঠিক মতো পঠন পাঠন হয় না। অধ্যাপকেরা নিয়মিত ক্লাস নেন না। তাই পরীক্ষার ফলাফল প্রত্যাহারের দাবিতে এদিন দুপুর থেকেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহের নিয়ামকের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন ছাত্র-ছাত্রীদের অনেকে। বিকেল পাঁচটা পর্যন্ত লিখিত প্রতিশ্রুতির দাবিতে চলে ঘেরাও বিক্ষোভ। পরীক্ষার্থীরা বলেন, লিখিত প্রতিশ্রুতি না দিলে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়া হবে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান বিকাশ রায় বলেন, ‘‘তাদের খাতার পূনর্মূল্যায়ন করতে বলা হয়েছে। পূনর্মূল্যায়নের জন্য যাতে টাকা কম নেওয়া হয়, তা-ও বিবেচনা করে দেখা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Complaint Wrong Checking Answer sheet
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE