মালদহে সিপিএম ও কংগ্রেসের তরফ থেকে লিখিত ও অলিখিত মোট ৬০টি অভিযোগ করা হয়েছে শাসক দলের। শুধু ইংরেজবাজারে হয়েছে ৪৫টি অভিযোগ। তৃণমূল পাল্টা অভিযোগ করেছে ৪০টি। ইংরেজবাজারে বাম কংগ্রেসের বিরুদ্ধে রয়েছে ৩০টি অভিযোগ। জোটের অভিযোগ, ইংরেজবাজারের অক্রুরমনি ইনিস্টিটিউটের ১৬৩ নম্বর বুথে তৃণমূলের পোলিং এজেন্ট এক মহিলা ভোটারকে নিয়ে গিয়ে ভোট দিয়েছেন। ইংরেজবাজারের আইটিআই কলেজের ৯৫ ও ৯৬ নম্বর বুথের বাইরে জোটের নির্বাচনী কার্যালয় ভেঙে দেওয়া হয়েছে। সুজাপুর বিধানসভা কেন্দ্রের মোজমপুর, হারুচকের একাধিক বুথে এজেন্টদের বুথে বসতে দেওয়া হয়নি। আইটিআই কলেজে বুথ জ্যামের অভিযোগ উঠে জোটের বিরুদ্ধে। প্রতিরোধ করায় তৃণমূল নেতা অনুপ সিংহকে মারধর করা হয়। মানিকচকের কংগ্রেস নেতা কুরবান শেখের বাড়িতে বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটে।