Advertisement
০৩ মে ২০২৪

মোহিতের জন্য মিছিল

রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক তথা রায়গঞ্জ পুরসভার বিদায়ী চেয়ারম্যান মোহিত সেনগুপ্তকে রাজনৈতিক ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে তৃণমূল। এই অভিযোগ তুলে রায়গঞ্জে ধিক্কার মিছিল করল কংগ্রেস।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ১০ মার্চ ২০১৭ ০১:৪৭
Share: Save:

রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক তথা রায়গঞ্জ পুরসভার বিদায়ী চেয়ারম্যান মোহিত সেনগুপ্তকে রাজনৈতিক ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে তৃণমূল। এই অভিযোগ তুলে রায়গঞ্জে ধিক্কার মিছিল করল কংগ্রেস। বৃহস্পতিবার বিকেলে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক পবিত্র চন্দ ও সন্দীপ বিশ্বাসের নেতৃত্বে দলের কয়েক হাজার কর্মী সমর্থক রায়গঞ্জের হাসপাতাল রোড থেকে শিলিগুড়িমোড় পর্যন্ত মিছিল করেন। সন্ধেয় মিছিল শেষ হওয়ার পর শিলিগুড়িমোড় এলাকায় পথসভা করে মোহিতবাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি তোলা হয়।

এ দিনই দলের আইনজীবীদের একাংশের মাধ্যমে রায়গঞ্জের জেলা ও দায়রা আদালতে মোহিতবাবুর আগাম জামিনের আবেদন করেছে কংগ্রেস। হেমতাবাদ ব্লক কংগ্রেস সভাপতি তথা আইনজীবী গোপাল মজুমদার বলেন, ‘‘আগামী ১৬ মার্চ মোহিতবাবুর জামিনের আবেদনের উপর শুনানি হবে আদালতে।’’

গত ৬ মার্চ রায়গঞ্জের মহকুমাশাসক তথা পুরসভার প্রশাসক থেন্ডুপ নামগিয়েল শেরপা রায়গঞ্জ পুরসভার বিদায়ী চেয়ারম্যান মোহিতবাবু সহ বিদায়ী পুরবোর্ডের বিরুদ্ধে সরকারি অনুমোদন ও কোনও তহবিল ছাড়া ২৭০টি উন্নয়নমূলক কাজ করার অভিযোগ দায়ের করেন। ফলে সমস্ত প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ও শ্রমিকদের বকেয়া বিল ও মজুরি মেটানো সম্ভব হচ্ছে না বলে তাঁর দাবি।

অভিযোগের ভিত্তিতে পুলিশ মোহিতবাবু সহ বিদায়ী পুরবোর্ডের বিরুদ্ধে সরকারি দায়িত্বে থেকে ক্ষমতার অপব্যবহার, বিশ্বাসভঙ্গ, সরকারি টাকা অপব্যবহারের চেষ্টার অভিযোগে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে।

পবিত্রবাবুর দাবি, ‘‘আসন্ন পুরসভা নির্বাচনের কথা মাথায় রেখে তৃণমূল প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে মোহিতবাবুর বিরুদ্ধে পুলিশের কাছে মিথ্যা মামলা দায়ের করেছে। মোহিতবাবুকে চাপে রেখে বা জেলে ঢুকিয়ে জেলায় কংগ্রেসকে ধ্বংস করা যাবে না। মিছিলে হাজার হাজার বাসিন্দার স্বতঃস্ফূর্ত যোগদান সেটাই প্রমাণ করল।’’

জেলা তৃণমূল সভাপতি অমল আচার্যের দাবি, প্রশাসনিক তদন্তে মোহিতবাবু সহ বিদায়ী পুরবোর্ডের বিরুদ্ধে একাধিক দুর্নীতি ধরা পড়ায় আইনানুগ ব্যবস্থা হয়েছে। এখানে রাজনীতির কোনও ব্যাপার নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

congress TMC Chairman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE