Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Shahjahan Sheikh Poster

‘স্বাধীনতা সংগ্রামী’ শাহজাহান, পোস্টার কংগ্রেস-দফতরে

বুধবার ওই পার্টি অফিসের সীমানা পাঁচিলের লোহার গ্রিলে শেখ শাহজাহানকে নিয়ে পোস্টার চোখে পড়ে সকলের।

এই পোস্টার ঘিরেই বিতর্ক।

এই পোস্টার ঘিরেই বিতর্ক। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:৫২
Share: Save:

আলিপুরদুয়ার শহরের কলেজ হল্ট এলাকায় কংগ্রেসের জেলা পার্টি অফিসের সীমানা পাঁচিলে পড়ল সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে নিয়ে ‘টিপ্পনী কাটা’ পোস্টার। যদিও ঘটনার পিছনে তাদের দলের কোনও ভূমিকা নেই বলে দাবি কংগ্রেসের। ঘটনা নিয়ে ক্ষোভ জানিয়েছে তৃণমূল। কটাক্ষ করেছে বিরোধীরা।

আলিপুরদুয়ার শহরের অন্যতম ব্যস্ত এলাকা বলে পরিচিত কলেজ হল্ট। সেই কলেজ হল্টের পাশেই জেলা কংগ্রেসের দলীয় অফিস। বুধবার ওই পার্টি অফিসের সীমানা পাঁচিলের লোহার গ্রিলে শেখ শাহজাহানকে নিয়ে পোস্টার চোখে পড়ে সকলের। যেখানে লেখা, ‘স্বাধীনতা সংগ্রামী শেখ শাহাজাহান তোমাকে জানাই স্যালুট।’ যার নীচে লেখা, ‘সুশীল নাগরিকবৃন্দ।’ কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা কার্যকরী সভাপতি শান্তনু দত্ত বলেন, “আমাদের জেলার দলীয় দফতরটি শহরের এমন একটা জায়গায়, যেখানে প্রচুর মানুষের যাতায়াত রয়েছে। সে জন্যই হয়তো পোস্টার লাগানোর জন্য আমাদের পার্টি অফিসের সীমানা পাঁচিলের লোহার গ্রিলটাকে ব্যবহার করা হয়। দলের সঙ্গে এই পোস্টারের কোনও সম্পর্ক নেই। তবে একটা বিষয় বুঝতে পারছি, শেখ শাহজাহানকে নিয়ে আলিপুরদুয়ারের বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ দানা বাধছে।”

তৃণমূলের রাজ্য সম্পাদক মৃদুল গোস্বামী বলেন, “আমাদের বিরুদ্ধে এ রাজ্য বিজেপির সঙ্গে জোট বেঁধেছে সিপিএম ও কংগ্রেস। এরই মাঝে কংগ্রেস পার্টি অফিসের দেওয়ালে এমন একটি ব্যানার বা পোস্টার পড়ল। এটা বুঝতে অসুবিধা নেই যে, এর পিছনে বিজেপি আর কংগ্রেসই রয়েছে।” বিজেপির জেলা সহ সভাপতি জয়ন্ত রায় পাল্টা বলেছেন, “তৃণমূলের অধীনেই তো রাজ্য তথা জেলার পুলিশ রয়েছে। তৃণমূল চাইলে, সেই পুলিশকে কাজে লাগিয়ে দেখুক, কারা এই পোস্টার বা ব্যানার কলেজ হল্টে লাগালো। আসলে শাহজাহানকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে জমে ওঠা ক্ষোভকে ভয় পাচ্ছেন আলিপুরদুয়ার জেলার তৃণমূল নেতারাও। তাই সব কিছুতেই বিজেপির ভূত দেখছেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress Alipurduar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE