Advertisement
২০ এপ্রিল ২০২৪
Coronavirus in North Bengal

সাবধান করলেন ধনখড়ও

অবাধে মেলামেশার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা পুজো, কালীপুজোতেও চললে তার পরে হাসপাতাল, নার্সিংহোমে আর জায়গা মিলবে কি না সন্দেহ।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা 
শিলিগুড়ি শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২০ ০৪:৪৮
Share: Save:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন। এ বারে শিলিগুড়ি এসে করোনা সংক্রমণ নিয়ে বাসিন্দাদের সতর্ক করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। শুক্রবার স্টেট গেস্ট হাউসে সাংবাদিক বৈঠকে সাধারণ মানুষকে সতর্ক করে রাজ্যপাল বলেন, ‘‘পুজো আসছে। উৎসবের আনন্দে অসতর্ক হলে পরিণাম ভয়ঙ্কর হতে পারে।’’

পুজো নিয়ে বৈঠকের সময় এবং তার পরে শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকের সময়ে বারবার সকলকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতে লোকজনের মধ্যে মাস্ক না পরার প্রবণতা আছে, তা-ও জানান তিনি। এ বারে রাজ্যপালও সতর্ক হতে বললেন সাধারণ মানুষকে।

প্রশাসনিক শীর্ষকর্তাদের বারবার সাবধানবাণীর পরেও কিন্তু পরিস্থিতি বদলায়নি। মালদহ থেকে শিলিগুড়ি, কোচবিহার থেকে বালুরঘাট— সর্বত্র বাড়ছে সংক্রমণ। চিকিৎসকেরা রোজই মানুষকে সাবধানে থাকার কথা বললেও বড় অংশের মানুষ আনলকে নিয়মনীতি ছাড়াই রাস্তায় নেমেছেন। দোকানদার থেকে ক্রেতা— মাস্কের ব্যবহার অনেক জায়গায় প্রায় ওঠার মুখে। কেউ বলছেন, করোনা চলে গিয়েছে। কেউ বলছেন, গরিবদের করোনা হয় না। বাস, টোটোচালক, অটোচালক— অনেকেই কথা শুনছেন না। উত্তরবঙ্গের এক প্রশাসনিক কর্তার কথায়, পুজোয় আনন্দ থাকুক। কিন্তু অবাধে মেলামেশার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা পুজো, কালীপুজোতেও চললে তার পরে হাসপাতাল, নার্সিংহোমে আর জায়গা মিলবে কি না সন্দেহ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jagdeep Dhankhar Coronavirus in North Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE