Advertisement
০৩ মে ২০২৪

ধর্ষণ, সশ্রম কারাদণ্ড বৃদ্ধের

চিকিত্সার নাম করে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে প্রোটেকশন অফ চাইল্ড সেক্সুয়াল অফেন্স (পকসো) আইনে এক বৃদ্ধকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। শনিবার রায়গঞ্জের পকসো তথা অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক ভারতী ভট্টাচার্য ওই রায় দেন। সাজাপ্রাপ্তকে ওই কিশোরীর চিকিৎসার খরচ বাবদ ৫ হাজার টাকা জরিমানার নির্দেশও দেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ৩১ মে ২০১৫ ০২:১১
Share: Save:

চিকিত্সার নাম করে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে প্রোটেকশন অফ চাইল্ড সেক্সুয়াল অফেন্স (পকসো) আইনে এক বৃদ্ধকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। শনিবার রায়গঞ্জের পকসো তথা অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক ভারতী ভট্টাচার্য ওই রায় দেন। সাজাপ্রাপ্তকে ওই কিশোরীর চিকিৎসার খরচ বাবদ ৫ হাজার টাকা জরিমানার নির্দেশও দেওয়া হয়েছে। অনাদায়ে সাজার মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর নির্দেশ দিয়েছে আদালত। পেশায় ওঝা ৬৭ বছর বয়সী ওই বৃদ্ধের নাম জিতেন রায়। তার বাড়ি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার মহাগাঁও এলাকায়। সরকারি আইনজীবী শেখর পালের দাবি, উত্তরবঙ্গে এই প্রথম পসকো আইনে ধর্ষণের দায়ে দোষীকে সাজা দিল আদালত। ওই মামলাকে কেন্দ্র করেই উত্তরবঙ্গের মধ্যে প্রথম রায়গঞ্জে পকসো আদালত তৈরি করে বিচারক নিয়োগ হয়। বৃদ্ধকে শুক্রবার দোষী সাব্যস্ত করে পকসো আদালত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rape jail prison court raiganj
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE