Advertisement
E-Paper

কোচবিহারে উড়ানের সময় ঠিক, দিন এখনও অজানা

এএআইয়ের কোচবিহার বিমানবন্দরের ভারপ্রাপ্ত আধিকারিক প্রদীপ্ত বেজ বলেন, “সম্ভাব্য সময়সূচি দিলেও কবে উড়ান চলবে সে ব্যাপারে কোনও কিছু এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে বিমানবন্দর তৈরি রয়েছে।”

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৭ ০৮:৪০
কোচবিহার বিমানবন্দর। ফাইল চিত্র

কোচবিহার বিমানবন্দর। ফাইল চিত্র

উড়ান চালুর সম্ভাব্য সময়সূচি ঠিক হয়েছে। তবে কবে থেকে কোচবিহার-কলকাতা বিমান চলবে তা এখনও চূড়ান্ত হয়নি।

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সূত্রের খবর, সম্প্রতি এয়ার ডেকান কর্তৃপক্ষ কোচবিহার থেকে উড়ান চালানোর সম্ভাব্য সময়সূচি পাঠিয়েছে। কোচবিহার বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে তা পৌঁছেছে। তাতে বলা হয়েছে, কলকাতা থেকে দৈনিক ১৮ আসনের বিমান বিকেল চারটেয় কোচবিহার বিমানবন্দরে অবতরণ করবে। ফের সেটি সরাসরি ৪টা ২০ মিনিটে কলকাতার উদ্দেশে রওনা হবে।

এএআইয়ের কোচবিহার বিমানবন্দরের ভারপ্রাপ্ত আধিকারিক প্রদীপ্ত বেজ বলেন, “সম্ভাব্য সময়সূচি দিলেও কবে উড়ান চলবে সে ব্যাপারে কোনও কিছু এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে বিমানবন্দর তৈরি রয়েছে।” বিমান চালুর দিনক্ষণ নিয়ে জেলা প্রশাসনের কর্তারাও স্পষ্ট করে কিছু জানাতে পারেননি। জেলাশাসক কৌশিক সাহা শুধু বলেছেন, “পরিকাঠামো তৈরিই রয়েছে।”

তবে এতেই আশা বেড়েছে কোচবিহারের ব্যবসায়ী মহলের। কোচবিহার ডিসট্রিক্ট চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সম্পাদক রাজেন বৈদ বলেন, “২৮ সেপ্টেম্বর এয়ার ডেকানের এক পদস্থ কর্তা ২০ দিনের মধ্যে বিমান চালু করতে চাইছেন বলে জানিয়েছেন। ফলে চলতি অক্টোবর মাসের মধ্যে পরিষেবা চালুর আশা করছি।” সেইসঙ্গে তাঁর সংযোজন, ‘‘ফের গড়িমসি করা হলে আন্দোলন করা হবে।’’

ব্যবসায়ীদের অভিযোগ, গত মে মাসে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ‘উড়ান’ প্রকল্পে কোচবিহার বিমান বন্দর থেকে পরিষেবা চালুর কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। প্রথমে জুলাই, পরে সেপ্টেম্বরে পরিষেবা চালুর কথা ছিল। ডিজিসিএ’র ছাড়পত্র পাওয়া নিয়ে সমস্যা-সহ নানা কারণ দেখিয়ে তা পিছিয়ে দেওয়া হয়েছে। বিমানবন্দরের এক আধিকারিক বলেন, ‘‘সাধারণত একমাস আগে নেটে টিকিট বুকিং চালু করা হয়। তাই এ ক্ষেত্রে যতক্ষণ সেটা না করা হচ্ছে তত ক্ষণ পুরোপুরি নিশ্চিত হতে পারছি না।’’

Cooch Behar flights Cooch Behar Airport কোচবিহার
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy