Advertisement
E-Paper

বন‌্ধ-শঙ্কা কাটছে না আশ্বাসেও

শেষ মুহূর্তে বন‌্ধ প্রত্যাহার হতে পারে, এখনও এমন আশায় রয়েছেন পর্যটন ব্যবসায়ীদের অনেকে। যদিও বনধ নিয়ে মোর্চার অনড় অবস্থান অনিশ্চয়তাও ডেকে আনছে। দার্জিলিঙের হোটেল, রিসর্ট কর্তৃপক্ষের আশঙ্কাকে সত্যি করে বুকিংও বাতিল হতে শুরু করেছে। গত বছর পুজোর সময় থেকে শীত পর্যন্ত রেকর্ড ভিড় হয়েছিল দার্জিলিঙে।

এই ভিড় থাকবে? — নিজস্ব চিত্র।

এই ভিড় থাকবে? — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৬ ০২:৫৯
Share
Save

শেষ মুহূর্তে বন‌্ধ প্রত্যাহার হতে পারে, এখনও এমন আশায় রয়েছেন পর্যটন ব্যবসায়ীদের অনেকে। যদিও বনধ নিয়ে মোর্চার অনড় অবস্থান অনিশ্চয়তাও ডেকে আনছে।

দার্জিলিঙের হোটেল, রিসর্ট কর্তৃপক্ষের আশঙ্কাকে সত্যি করে বুকিংও বাতিল হতে শুরু করেছে। গত বছর পুজোর সময় থেকে শীত পর্যন্ত রেকর্ড ভিড় হয়েছিল দার্জিলিঙে। এ বছর মরসুম শুরুর মুখেই বন‌্ধ পর্যটনকে খাদের কিনারায় নিয়ে যেতে পারে বলে আশঙ্কা ট্যুর অপারেটরদের। তবে দার্জিলিঙের হোটেল মালিকদের একাংশ জানান, তাঁরা নানা ভাবে মোর্চা প্রধানের কাছে আপাতত বন‌্ধ না করার জন্য বার্তা পাঠিয়েছেন। সে জন্যই তাঁরা এখনও আশায় রয়েছেন বলে দাবি করেছেন।

ঘটনাচক্রে, আজ মঙ্গলবার বিশ্ব পর্যটন দিবস। তার পরের দিনই মোর্চার ডাকা পাহাড় বন‌্ধ। জনজীবন স্বাভাবিক রাখতে রাজ্যের তিনমন্ত্রী আজই পাহাড়ে ফিরছেন। তবে পর্যটকরা আশ্বস্ত হতে রাজি নন। দার্জিলিঙের এক হোটেল মালিক দাবি করেছেন, শুধু আগামী বুধবার নয়, পরপর দু’দিনের প্রায় ত্রিশ শতাংশ বুকিং বাতিল হয়েছে। তাঁর কথায়, ‘‘বাড়তি পুলিশ থাকছে না, কতমন্ত্রী থাকছেন, তা ভিনরাজ্য বা বিদেশের পর্যটকরা জানবেন না। বন‌্ধ শুনেই তারা বুকিং বাতিল করে দিয়েছেন।’’

শিলিগুড়ির একটি পর্যটন সংস্থা দাবি করেছেন, দিল্লি থেকে আর্ন্তজাতিক সংস্থার একটি দলের দার্জিলিং এসে পৌঁছনোর কতা ছিল আগামী বুধবার। দার্জিলিং থেকে সিকিম হয়ে ভুটান যাওয়ার কথা ছিল। বনধের খবর পেয়ে গোটা পরিকল্পনাই বাতিল করেছে তারা। পরিবর্তে দক্ষিণ ভারতে যাওয়ার কথা দলটি। কাশ্মীরে নতুন করে অশান্তি হওয়ায় দার্জিলিঙে অতিরিক্ত পর্যটক আশা করেছিলেন ট্যুর অপারেটররা। পাহাড়েও অশান্তির আশঙ্কা সেই আশায় জল ঢালতে চলেছে বলে উদ্বেগ ট্যুর অপারেটরদের অনেকেরই। পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, ‘‘পর্যটনে যাতে প্রভাব না পড়ে তার জন্য সরকার বদ্ধপরিকর।’’

আশা-আশঙ্কার দোলাচলেই সমতল শিলিগুড়ি ও ডুয়ার্সকে ঘিরে বিশ্ব পর্যটন দিবস পালন করবে রাজ্য পযর্টন দফতর এবং ইস্টার্ন হিমালয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারের্টস অ্যাসোসিয়েশন (এতোয়া)। সংগঠনের তরফে জানানো হয়েছে, আজ, মঙ্গলবার সকালে এনজেপি স্টেশন থেকে অনুষ্ঠানের সূচনা হবে। সেখানে সকালে কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রেনের যাত্রীদের এই অঞ্চলে স্বাগত জানানোর হবে। স্টেশন চত্বর থেকেই শুরু হবে বাইক মিছিল। পর্যটনের বার্তা নিয়ে সুসজ্জিত বাইকগুলি এনজেপি থেকে গজলডোবা হয়ে মালবাজার, সাতখাইয়া, চালসা হয়ে ক্রান্তি মোড় অবধি যাবে। পরে আবার, ওই পথেই শিলিগুড়ি ফিরে আসবে। মালবাজারে জলপাইগুড়ি জেলা প্রশাসন উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় যোগ দেবেন এতোয়া’র সদস্যরা। সন্ধ্যা ৬-৪৫ মিনিটে দীনবন্ধু মঞ্চে ‘রঁদেভু উইথ রবীন্দ্রনাথ অ্যান্ড নর্থবেঙ্গল’ শীর্যক বিশেষ অনুষ্ঠান মঞ্চস্থ হবে। এতোয়ার কার্যকরী সভাপতি সম্রাট সান্যাল জানান, এবার বিশ্ব পর্যটন দিবসের থিম ‘ট্যুরিজম ফর অল’। একেই সর্বত্র ছড়িয়ে দিতেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Siliguri Darjeeling Gorkha Janamukti Morcha Bandh

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}