ট্রাইব্যুনালের নির্দেশ মেনে বরখাস্ত হওয়া রেজিস্ট্রার দিলীপ সরকারকে পুনর্বহালের সিদ্ধান্ত নিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার বিশ্ববিদ্যালয়ের কর্ম সমিতিতে ওই সিদ্ধান্ত হয়েছে। তা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁকে চিঠি পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
এ দিনই নতুন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য বিশ্ববিদ্যালয়ের কর্ম সমিতিতে প্রথম যোগ দেন। তিনি বলেন, ‘‘কর্ম সমিতির বৈঠকে দিলীপবাবুকে পুনরায় কাজে যোগ দেওয়ানোর সিদ্ধান্ত হয়েছে। তাঁকে বিষয়টি জানানো হচ্ছে।’’
বিশ্ববিদ্যালয়ের কনফিডেন্সিয়াল অ্যাকাউন্টের টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছিল দিলীপবাবুর বিরুদ্ধে। ২০১০ সালের মার্চ মাসে তৎকালীন উপাচার্য অরুণাভ বসু মজুমদার পুলিশে এফআইআর করেন।