Advertisement
১৮ মে ২০২৪

সেজে উঠছে ডুয়ার্সকন্যা

জেলাশাসকের দফতরের এক আধিকারিক জানান, ভবনের একতলায় রয়েছে পর্যটন দফতর, আবগারি দফতর, সংখ্যালঘু দফতর ও ইভিএম স্টোর রুম। ঘর বরাদ্দ হয়েছে জেলা তথ্য সংস্কৃতি দফতরকেও। তাছাড়াও এখন বেশ কয়েকটি ঘর ফাঁকা রয়েছে।

নতুন: ডুয়ার্সকন্যা। নিজস্ব চিত্র

নতুন: ডুয়ার্সকন্যা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৮ ০১:৫৪
Share: Save:

‘ডুয়ার্সকন্যা’য় ধীরে ধীরে স্থানান্তরিত হচ্ছে বিভিন্ন দফতর। ৯ জানুয়ারি উত্তর পারোকাটা থেকে আলিপুরদুয়ারের নতুন প্রশাসনিক ভবন ‘ডুয়ার্সকন্যার’ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। জেলাশাসক দেবীপ্রসাদ করণম বলেন, ‘‘এখনও পর্যন্ত ৩১টি দফতরকে ঘর বন্টন করা হয়েছে। সব দফতর আসতে কিছুটা সময় লাগবে।’’ তিনি জানান, বেশ কয়েকটি দফতরকে ঘর বন্টন করাও এখনও বাকি আছে।

জেলাশাসকের দফতরের এক আধিকারিক জানান, ভবনের একতলায় রয়েছে পর্যটন দফতর, আবগারি দফতর, সংখ্যালঘু দফতর ও ইভিএম স্টোর রুম। ঘর বরাদ্দ হয়েছে জেলা তথ্য সংস্কৃতি দফতরকেও। তাছাড়াও এখন বেশ কয়েকটি ঘর ফাঁকা রয়েছে। দোতলায় জেলা শিশু সুরক্ষা ইউনিট, তফশিলি জাতি ও উপজাতি নিগম, কন্যাশ্রী-সহ বেশ কয়েকটি দফতর ঘর পেয়েছে। তিনতলায় রয়েছে পঞ্চায়েত, একশো দিনের কাজের দফতর ও যুবকল্যাণ দফতর। চারতলায় উদ্যানপালন, কৃষি হ্যান্ডলুম, ক্রেতা সুরক্ষা, সর্বশিক্ষা মিশন-সহ বেশ কয়েকটি দফতর রয়েছে। ভূমি অধিগ্রহণ, খাদ্য দফতর, ডিপিএলও দফতর রয়েছে পাঁচ ও ছ’তলায়। ছ’তলা ও সাত তলা মিলিয়ে রয়েছে আধিকারিকদের চেম্বার ও কনফারেন্স রুম, জেলাশাকের চেম্বার ও দফতর। পূর্ত দফতরের কার্যনির্বাহী বাস্তুকার প্রদীপ্ত চট্টোপাধ্যায় জানান, ভবনটিতে প্রায় একশো পঁচিশটি ঘর রয়েছে। প্রতিটি তলায় ২২ হাজার বর্গফুট জায়গা রয়েছে। দু’বছর ধরে এই প্রশাসনিক ভবনটি তৈরি করতে প্রায় পঞ্চাশ কোটি টাকা ব্যয় হয়েছে।

সমস্ত দফতর চলে এলে প্রায় পাঁচশো কর্মী কাজ করবেন এখানে। তখন হাজিরার জন্য বায়োমেট্রিক যন্ত্র বসানো হবে। রয়েছে সিসি ক্যামেরা ও আগুন নেভানোর ব্যবস্থাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

DooarsKanya Decoration
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE