ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান পদ থেকে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে সরানোর দাবি এবার জোরালো হল দলেরই। ওই দাবিতে শনিবার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার সহ আট জন তৃণমূল কাউন্সিলার পুরসভার বিভিন্ন পদ থেকে পদত্যাগ করলেন। এ দিনই তাঁরা তাঁদের পদত্যাগপত্র পুরসভায় জমা দেন।
শুধু তাই নয়, ওই কাউন্সিলাররা এ দিন সাংবাদিক বৈঠক করে হুমকি দিয়েছেন, যদি দলের রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনে কৃষ্ণেন্দুবাবু চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা না দেন তবে তাঁরা দলের চেয়ারম্যানের বিরুদ্ধে পরবর্তীতে অনাস্থাও আনবেন। কৃষ্ণেন্দুবাবু অবশ্য পদত্যাগের বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। তিনি এ দিনও বলেন, ‘‘দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এই পদে বসিয়েছেন। তিনি যা নির্দেশ দেবেন তাই আমি মানব। আমাকে এখনও কেউ কিছু বলেনি।’’
এ দিকে এই ডামাডোলের মধ্যেই পাঁচশো ও হাজার টাকার নোট বাতিল নিয়ে মানুষের হয়রানির অভিযোগকে সামনে রেখে আগামী সোমবার ইংরেজবাজার শহরে মহা মিছিলের ডাক দিয়েছেন কৃষ্ণেন্দুবাবু। এ নিয়ে এ দিন শহরজুড়ে মাইকে প্রচারও করা হয়েছে। যদিও তৃণমূলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, ‘‘দলের তরফে সোমবার কোনও মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়নি।’’