E-Paper

চালু হয়নি হাসপাতাল, কেন্দ্রের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ

হাসপাতাল চালু না হওয়ায় ইএসআই প্রকল্পে শ্রমজীবী মানুষদের চিকিৎসা পরিষেবার মেলার ক্ষেত্রে নানা জটিলতা তৈরি হচ্ছে।

সৌমিত্র কুন্ডু

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ০৯:৪২
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

শ্রমজীবী মানুষদের চিকিৎসা পরিষেবা দিতে ১০০ শয্যায় ইএসআই হাসপাতাল ভবন তৈরি হয়ে পড়ে রয়েছে। অথচ তা চালু করা হচ্ছে না বলে অভিযোগ। শিলিগুড়ির উপকণ্ঠে ফুলবাড়িতে ওই হাসপাতাল তৈরির কাজ শেষ হয়েছে বছরখানেক আগে। অথচ তা কেন্দ্রের শ্রমমন্ত্রকের অধীন এমপ্লয়িজ স্টেট ইনসুরেন্স কর্পোরেশন (ইএসআইসি)-এর তরফে রাজ্যের ইএসআই কর্তৃপক্ষের হাতে তুলে না দেওয়ায় তা চালু করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এই হাসপাতাল চালু করা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলেছেন ডাবগ্রাম-ফুলবাড়ির প্রাক্তন বিধায়ক তথা বর্তমানে শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

মেয়রের দাবি, তিনি মন্ত্রী তথা শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান থাকার সময়ে ওই হাসপাতাল গড়ার জন্য ৪ একর জায়গা সূলভ মল্যে ইএসআইসি-র হাতে তুলে দিয়েছিলেন। সেই হাসপাতাল ভবন তৈরির কাজ শেষও হয়েছে। বারবার রাজ্যের ইএসআই (এমবি) কর্তৃপক্ষের তরফে কেন্দ্রে ইএসআইসি কর্তৃপক্ষকে চিঠি করে, হাসপাতাল হস্তান্তর করার আর্জি জানানো হয়েছে। তার পরেও কেন তা হস্তান্তর করা হচ্ছে না সেই প্রশ্ন তুলেছেন তিনি। গৌতম বলেন, ‘‘নিয়ম মাফিক এই হাসপাতাল রাজ্যের হাতে তুলে দিলে রাজ্য ইএসআই তা পরিচালনা করবে। অথচ সঙ্কীর্ণ রাজনীতি করা হচ্ছে। শ্রমজীবী মানুষের কথা ভাবা হচ্ছে না। এই হাসপাতাল চালু করার দাবিতে আন্দোলনে নামা হবে।’’

অভিযোগ রয়েছে, এই হাসপাতাল চালু না হওয়ায় ইএসআই প্রকল্পে শ্রমজীবী মানুষদের চিকিৎসা পরিষেবার মেলার ক্ষেত্রে নানা জটিলতা তৈরি হচ্ছে। তাঁদের তরফে বিভিন্ন নার্সিংহোমের সঙ্গে চুক্তি করে পরিষেবা দেওয়ার চেষ্টা হলেও যথাযথ চিকিৎসা পরিষেবা থেকে বাসিন্দারা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। দার্জিলিঙের সাংসদ তথা বিজেপির অন্যতম জাতীয় মুখপাত্র রাজু বিস্তা বলেন, ‘‘রাজ্যের হাতে তুলে দেওয়া হাসপাতাল ঠিক মতো চলে না। সেই তারা এই হাসপাতাল ঠিক মতো চালাতে পারবে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রয়োজনে কেন্দ্র নিজেই এই হাসপাতাল চালাবে।’’

ইএসআই (এমবি) কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তাঁরা ২০২৪ সালের শেষ থেকে এই পর্যন্ত একাধিকবার কেন্দ্রের শ্রম মন্ত্রকের অধীনে থাকা ইএসআইসি কর্তৃপক্ষকে চিঠি দিয়ে এই হাসপাতাল হস্তান্তরের অনুরোধ করেছেন। তাঁদের হাতে তুলে না দেওয়ায়, তাঁরা হাসপাতাল চালু করতে পারছেন না। এই হাসপাতালের জন্য ইএসআইসি কর্তৃপক্ষ চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল কর্মী নিয়োগ প্রক্রিয়াও সেরে রেখেছেন বলেদাবি করেছেন।

ফুলবাড়িতে দূরদর্শন কেন্দ্রের কাছে ১০০ শয্যার ওই হাসপাতাল গড়ে উঠেছে। ওই হাসপাতাল চালুর জন্য উত্তরবঙ্গের ব্যবসায়ীক সংগঠন ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, নর্থবেঙ্গল (ফোসিন)-এর তরফে বারবার চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে ইএসআই কর্তৃপক্ষকে। ফোসিনের সম্পাদক বিশ্বজিৎ দাস বলেন, ‘‘এই হাসপাতাল চালু হলে শ্রমজীবী মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন। রাজ্যের ইএসআই কর্তৃপক্ষের হাতে তুলে দিলে, তাঁরা সেটি চালু করতে পারতেন বলে জানিয়েছেন।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Siliguri esi hospital

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy