Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সোনাদার আহতদের দেখতে গেলেন মন্ত্রী

রাষ্ট্রপতির কনভয়ের গাড়ি দুর্ঘটনায় জখমদের দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তাঁর নির্দেশে পর্যটন মন্ত্রী গৌতম দেব তাঁদের দেখতে যান। তাঁদের দ্রুত আরোগ্য কামনা করে মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছে দেন তিনি। শিলিগুড়ি জেলা হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন জখম চার জন।

হাসপাতালে গৌতম। নিজস্ব চিত্র।

হাসপাতালে গৌতম। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৬ ০২:৪৪
Share: Save:

রাষ্ট্রপতির কনভয়ের গাড়ি দুর্ঘটনায় জখমদের দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তাঁর নির্দেশে পর্যটন মন্ত্রী গৌতম দেব তাঁদের দেখতে যান। তাঁদের দ্রুত আরোগ্য কামনা করে মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছে দেন তিনি।

শিলিগুড়ি জেলা হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন জখম চার জন। তাঁদের মধ্যে রয়েছেন দুর্ঘটনাগ্রস্ত এসকর্ট-১ গাড়িটিতে থাকা সিআইডি বিভাগের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট দীপশঙ্কর রুদ্র। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর বাঁ চোখের ধারে রক্ত জমাট বেঁধে রয়েছে। চোয়ালে চোট রয়েছে। গাড়ির চালক জখম গৌতম সেনের ডান হাতের কব্জির কাছে ভেঙে গিয়েছিল। শনিবার অস্ত্রোপচার করা হয়েছে। অপর দুই ব্যক্তির মধ্যে পীযূষ ভট্টাচার্যের দুই চোখের মাঝে নাকের উপরের অংশে হাড়ে সামান্য চিড় ধরেছে। তবে সেটা ধীরে ধীরে সেরে উঠবে বলে চিকিৎসক জানিয়েছেন। জখম সুদীপ বিশ্বাসও ভাল রয়েছেন। সকলেরই শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মেডিক্যাল বোর্ড গড়ে তাঁদের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল জানিয়েছেন।

গৌতমবাবু বলেন, ‘‘শুক্রবার মুখ্যমন্ত্রী দিল্লি থেকে ফেরার পর দুর্ঘটনায় জখমদের খোঁজ নিয়েছে বারবার। তাঁর নির্দেশ মতো এ দিন হাসপাতালে গিয়েছি। শীঘ্রই সকলে সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরুন, কাজে যোগ দিন সেই কামনা করছি।’’

শুক্রবার দার্জিলিং থেকে ফেরার সময় সড়ক পথে বাগডোগরা বিমানবন্দরে যাচ্ছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। সোনাদায় কনভয়ের এসকর্ট-১ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। জখমদের একজনকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। বাকি চার জনকে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। জখম দীপশঙ্করবাবুর স্ত্রী সুদেষ্ণাদেবী এবং দুই মেয়ে শনিবার শিলিগুড়ি পৌঁছেছেন। সুদীপবাবুর স্ত্রী এবং আত্মীয়েরা এসেছেন। সুদেষ্ণাদেবী বলেন, ‘‘হাসপাতালে চিকিৎসকরা সমস্ত ব্যবস্থাই নিয়েছেন।’’

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আজ, সোমবার আহতদের ছেড়ে দেওয়া হবে। সরকারি ব্যবস্থাপনাতেই তাঁদের কলকাতা নিয়ে যাওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gautam Deb Tourism Minister
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE