Advertisement
২৪ মে ২০২৪

চোরাপথে সোনা শিলিগুড়িতে

চিন থেকে ভুটান হয়ে চোরাপথে সোনা ঢুকছে শিলিগুড়ির বাজারে। শনিবার দুপুরে সেবক বাজার থেকে একটি গাড়িতে করে পাচারের সময় চোরাই তিন কেজি সোনার বাট উদ্ধার করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের কর্মীরা।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:২০
Share: Save:

চিন থেকে ভুটান হয়ে চোরাপথে সোনা ঢুকছে শিলিগুড়ির বাজারে। শনিবার দুপুরে সেবক বাজার থেকে একটি গাড়িতে করে পাচারের সময় চোরাই তিন কেজি সোনার বাট উদ্ধার করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের কর্মীরা। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকেই চিন থেকে ভুটান হয়ে চোরাপথে সোনা পাচারের বিষয়টি জানতে পেরেছে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ। গাড়িটি আটক করা হয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আনোয়র হুসেন এবং মমিনুর ইসলাম। আনোয়ারের বাড়ি দলসিংহ পাড়া চা বাগানের চার্চলাইনে। মমিনুর জয়গাঁর ট্রাভেলিটোন, মেচবস্তিতে থাকে। এদিন ধৃত দু’জনকে শিলিগুড়িতে অতিরিক্ত বিচার বিভাগীয় আদালতে তোলা হয়।

ধৃতদের জেরা করে জানা গিয়েছে, চিন থেকে ভুটান হয়ে এই সোনা শিলিগুড়িতে আনা হচ্ছিল। ওই সোনা শিলিগুড়িতে নেওয়ার জন্য খদ্দেরও ঠিক করা রয়েছে। গাড়ির সিটের কভারের নীচে এক একটি এক কেজি ওজনের তিনটি সোনার বাট লুকিয়ে আনা হচ্ছিল। মমিনুর গাড়িটি চালাচ্ছিল। পাশে বসে ছিল আনোয়ার। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তিন দিন আগে একই পথে চোরাই সোনার বাট আনা হয়েছে শিলিগুড়িতে। সরকার পক্ষের আইনজীবী রতন বণিক বলেন, ‘‘চিন থেকে ভুটান হয়ে ওই সোনা শিলিগুড়িতে ঢুকছে। বিষয়টি উদ্বেগজনক। তিন দিন আগেও একই ভাবে সোনা আনা হয়েছে। শিলিগুড়িতে তা নেওয়ার লোকও ঠিক করা হয়েছে। এর পিছনে আন্তর্জাতিক সোনা পাচার চক্র জড়িত রয়েছে।’’ তিনি জানান, শিলিগুড়িতে কাদের কাছে সোনা বিক্রি করা হচ্ছিল, তাদের নামও জানা গিয়েছে। তদন্ত চলছে।

গোয়েন্দা বিভাগ সূত্রেই জানা গিয়েছে, তাদের কাছে আগাম খবর ছিল। সেই মতো একটি গাড়ির নম্বরও পায় তারা। গাড়ির নম্বর দেখেই সেবক বাজারে শনিবার দুপুরে গাড়িটিকে থামানো হয়। আরোহীরা জানায় শিলিগুড়িতে চিকিৎসার জন্য তাঁরা যাচ্ছেন। গাড়িটিতে তল্লাশি চালিয়ে সিটের কভারের নীচে লুকিয়ে রাখা সোনার বাটগুলির হসিদ পান গোয়েন্দারা। শিলিগুড়িতে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের অফিসে এনে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হয়। জানা গিয়েছে, সুইটজারল্যান্ডের মেটালোর কোম্পানির সোনার বাট। সেগুলি ২৪ ক্যারেটের সোনা দিয়ে তৈরি। যার মূল্য ৯৫ লক্ষ টাকার মতো।

কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, গত দু’বছরে শিলিগুড়ি হয়ে প্রায় ২০০ কোজির মতো সোনা পাচারের পথে ধরা পড়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gold Smuggling
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE