Advertisement
১৭ মে ২০২৪

অনুমতি পেতে ওয়েবসাইট

আসন্ন দুর্গাপুজোর প্রশাসনিক অনুমতি নিতে দক্ষিণ দিনাজপুরে সিঙ্গল উইন্ডো ব্যবস্থা চালু করল জেলা প্রশাসন। ক্লাব ও পুজো উদ্যোক্তাদের হয়রানি কমানোর জন্য এই ব্যবস্থা বলে জানানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
বালুরঘাট শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৬ ০২:৩০
Share: Save:

আসন্ন দুর্গাপুজোর প্রশাসনিক অনুমতি নিতে দক্ষিণ দিনাজপুরে সিঙ্গল উইন্ডো ব্যবস্থা চালু করল জেলা প্রশাসন। ক্লাব ও পুজো উদ্যোক্তাদের হয়রানি কমানোর জন্য এই ব্যবস্থা বলে জানানো হয়েছে। বালুরঘাটের সত্যজিৎ মঞ্চে জেলার প্রায় সমস্ত পুজো উদ্যোক্তা, ক্লাব ও বারোয়ারি প্রতিষ্ঠানের উপস্থিতিতে প্রশাসনের তরফে “ইজি ফেস্ট ওআরজি” নামে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। সূচনা করেন বালুরঘাটের সাংসদ অর্পিতা ঘোষ। রাজ্যে এই প্রথম পুজো উদ্যোক্তারা অনলাইনের মাধ্যমে মণ্ডপ তৈরি, বিদ্যুৎ, দমকল-সহ যাবতীয় অনুমোদনের জন্য ওই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। অনুমতিও অনলাইনের মাধ্যমে মিলে যাবে বলে জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা, জেলাশাসক সঞ্জয় বসু, জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক অমলকান্তি রায় ছাড়াও বালুরঘাট ও গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান-সহ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। জেলার ৩৫৬টি ক্লাবকে এ দিনের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। হাজির ছিল ২৪২টি ক্লাব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Durgapuja Websites
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE