Advertisement
১৯ এপ্রিল ২০২৪

শিলায় ক্ষতি সাত কোটি

সোমবারের শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হল জলপাইগুড়িতে৷ মূলত ময়নাগুড়ি ও মালবাজারে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি৷ কৃষি দফতরের প্রাথমিক হিসাবে ময়নাগুড়িতে শিলা বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে সাত কোটি টাকার৷

• বিধ্বস্ত: শিলাবৃষ্টিতে এমনই হাল হয়েছে খেতের চালকুমড়োর। ছবি: দীপঙ্কর ঘটক

• বিধ্বস্ত: শিলাবৃষ্টিতে এমনই হাল হয়েছে খেতের চালকুমড়োর। ছবি: দীপঙ্কর ঘটক

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২২ মার্চ ২০১৭ ০২:৪৩
Share: Save:

সোমবারের শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হল জলপাইগুড়িতে৷ মূলত ময়নাগুড়ি ও মালবাজারে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি৷ কৃষি দফতরের প্রাথমিক হিসাবে ময়নাগুড়িতে শিলা বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে সাত কোটি টাকার৷ মালবাজারেও ক্ষতির পরিমাণ টাকার অঙ্কে কয়েক কোটি ছাড়িয়েছে বলে অনুমান কৃষি দফতরের কর্তাদের৷

সোমবার দুপুর থেকে আকাশ কালো করে বৃষ্টি শুরু হয় জলপাইগুড়িতে৷ দুপুরের পরে ময়নাগুড়ি ও মালবাজারের বিভিন্ন এলাকায় শুরু হয় শিলাবৃষ্টি৷ প্রায় ঘন্টা খানেক ধরা চলা শিলাবৃষ্টিতে ওই দুই ব্লকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে৷

কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, ময়নাগুড়ি ব্লকের চূড়া ভাণ্ডারের পূর্ব ও পশ্চিম শালবাড়ি, ভাঙামালি, ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বাগজান, ব্যাঙকাঁদি, দোমহনি-১ এর চাপড়ার বাড়ি, কাঠালবাড়ি, দোমহমি-২ এর বোলবাড়ি, কুমোরপাড়া, খাগড়াবাড়ি-১ এর উত্তর ও মধ্য খাগড়াবাড়ি এবং খাগড়াবাড়ি-২ এর বাশেলাডাঙা এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে৷ ওই সব এলাকায় প্রচুর লঙ্কা, কুমড়ো, করলা, বেগুন, পটল, শসা, ভুট্টা, তরমুজ নষ্ট হয়ে গিয়েছে৷ ব্লক কৃষি দফতর থেকে এ দিন যে রিপোর্ট পাঠানো হয়েছে তাতে করে শুধু ময়নাগুড়িতেই ক্ষতির পরিমাণ বলা হয়েছে সাত কোটি টাকা৷ এ ছাড়াও মালবাজারের চাপাডাঙা, রাজাডাঙা, চ্যাংমারি, মৌলানি ও ক্রান্তির কিছু অংশেও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়৷

জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি নুরজাহান বেগম বলেন, বুধবার ওই দুই ব্লক পরিদর্শনে যাবেন কৃষি কর্মাধ্যক্ষ৷ পাশাপাশি বিডিও-দের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে৷ তাঁদের ক্ষতিপূরণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hailstorm
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE