দূরত্ব শুধু একটা ফোনের। বাড়িতে বসেই মিলবে পছন্দের খাবার। রসনা মেটাতে যেতে হবে না রেস্তোরাঁতেও। এমনই ব্যবস্থা দেশের অনেক শহরেই চালু হয়েছে। এ বার তা এসেছে শিলিগুড়িতেও।
দেশের অন্য ‘মেট্রো’ শহরের মতোই শিলিগুড়িতেও এখন বাসিন্দারা পছন্দসই রেস্তোরাঁর খাবার বাড়িতে বসেই পেয়ে যাচ্ছেন। শহরবাসীর সেই খাবার পেয়ে পৌঁছে দিচ্ছে বেশ কয়েকটি সংস্থা। মাস চারেক আগে একটি সংস্থা এই পরিষেবা চালু করেছিল। এখন শহরে অন্তত তিনটি সংস্থা সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই পরিষেবা দিচ্ছে।
এতদিন হাতেগোনা কয়েকটি নামী রেস্তোরাঁ ‘হোম ডেলিভারি’ করত। কিন্তু ন্যূনতম দামের খাবার না নিলে সেই পরিষেবাও পাওয়া যেত না। ফলে অসুবিধেয় পড়তেন অনেকেই। এখন অবশ্য এক প্যাকেট বিরিয়ানি চাইলেও বাড়ি পৌঁছে যাচ্ছে। এক দোকানের বিরিয়ানি আর অন্য দোকানের মাংসের চাঁপ চাইলে, তাতেও সমস্যা নেই।