Advertisement
E-Paper

বিধি ভাঙলে পাশে থাকবে না দল, মত নেতার

পুরভোটের প্রচারে কেউ বিধি ভাঙলে দল তার পাশে থাকবে না বলে সাফ জানিয়ে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূলের দাজির্লিং জেলা সভাপতি গৌতম দেব। বুধবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শিলিগুড়ি পুর নিবার্চনে দলের প্রার্থী এবং ওয়ার্ড সভাপতিদের নিয়ে বৈঠকে এ কথা জানিয়ে দেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন প্রার্থীদের এজেন্ট এবং প্রচারের দায়িত্বে থাকা নেতারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৫ ০২:১৬

পুরভোটের প্রচারে কেউ বিধি ভাঙলে দল তার পাশে থাকবে না বলে সাফ জানিয়ে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূলের দাজির্লিং জেলা সভাপতি গৌতম দেব। বুধবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শিলিগুড়ি পুর নিবার্চনে দলের প্রার্থী এবং ওয়ার্ড সভাপতিদের নিয়ে বৈঠকে এ কথা জানিয়ে দেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন প্রার্থীদের এজেন্ট এবং প্রচারের দায়িত্বে থাকা নেতারা।

এ দিনে সভায় মন্ত্রী জানান, বেশ কিছু ক্ষেত্রে নিবার্চনে নতুন বিধি হয়েছে । সে সব জেনে নিতে হবে। প্রার্থীদের তা দেওয়া হবে। প্রচারে মাইক ব্যবহারের যে নিয়ম রয়েছে তা মেনে চলতে হবে। নিয়ম না মেনে চললে প্রশাসনের তরফে যদি ব্যবস্থা নেওয়া হয় দল সে ক্ষেত্রে পাশে থাকবে না। এ বছর সভার জন্য ৭২ ঘন্টা আগে জানাতে বলা হয়েছে। তাই বারবার এ ব্যাপারে সতর্ক করা হচ্ছে। পরে মন্ত্রী বলেন, ‘‘নিবার্চনবিধি মেনে চলতে সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। পোস্টার ব্যানার, হোর্ডিংয়ের উপর জোর না দিয়ে বাসিন্দাদের কাছে গিয়ে প্রচারে গুরুত্ব দিতে বলা হয়েছে।’’

এ দিন ৩৩ নম্বর ওয়ার্ডের নেতা কর্মীদের বিশেষ দলীয় রীতি মেনে কাজ না করার জন্য সতর্ক করাও হয়। বৈঠকে বিভিন্ন ওয়ার্ডের নেতা-প্রার্থীদের জানিয়ে দেওয়া হয় শিলিগুড়িতে প্রচার সভার জন্য বড় মাঠের অভাব রয়েছে। বাঘাযতীন পার্ক সংস্কার করা হচ্ছে। সেখানে সভা করা যাবে না। মাঠ বলতে ঘোঘোমালি স্কুলের সামনে মাঠ, ও মহানন্দার চড়। তাই সভার জন্য আগাম পুলিশ প্রশাসনকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, দলের হয়ে প্রচারে বিশিষ্টরা আসবেন। খেলোয়াড় থেকে সিনেমা জগতের তারকারা আসবেন। প্রার্থীরা কাকে চান তা জেলা কমিটিকে জানাতে হবে। তবে বিশিষ্টরা কোন কোন সভায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ভাবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। কয়েকটি ওয়ার্ডের সংযোগস্থল এমন জায়গা বাছতে হবে, যাতে সব ওয়ার্ড ছুয়ে তাঁরা প্রচার করতে পারেন। মুখ্যমন্ত্রীকেও প্রচারে আনার চেষ্টা হবে। মুখ্যমন্ত্রী কলকাতার পর শিলিগুড়িকে রাজ্যের অন্যতম শহর হিসাবে গড়ে তুলতে চাইছেন। বাসিন্দাদের কাছে সেই বার্তা পৌঁছে দিতে বলা হয়েছে। প্রার্থীদের কোনও সমস্যা হলে তা জানাতে বলা হয়।

municipal election trinamool tmc gautam deb Mamata Banerjee Mamata Bandopadhyay siliguri chief minister
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy