শীতের মেঘমুক্ত সকালের নীল আকাশ চিরে লম্বা সাদা রেখা টেনে অনেক উঁচু দিয়ে উড়ছে দু’টি বিমান। কখনও বিপরীত মুখে বৃত্তাকারে উড়ছে তারা। কখনও মনে হচ্ছে, এই বুঝি দু’টি বিমান মুখোমুখি ধাক্কা খেল! আবার কখনও পাশাপাশি উড়ছে। হঠাৎ একটি বিমান এক দিক থেকে অন্য দিক উড়ে গেল। রবিবার সকাল থেকে বেশ কিছুক্ষণ এমনই দেখা গেল উত্তরবঙ্গের আকাশে।
শিলিগুড়ি, জলপাইগুড়ি-সহ লাগোয়া এলাকার বহু বাসিন্দা সকালের আকাশে বিমানের কসরৎ বা মহড়া মোবাইল ক্যামেরায় বন্দিও করেন। সরকারি সূত্রের দাবি, বায়ুসেনার মহড়া চলছে। ‘চিকেনস্ নেক’ তথা শিলিগুড়ি করিডরের আকাশে কিছুদিন আগেও বায়ুসেনার মহড়া হয়েছে। রবিবার শিলিগুড়ি করিডরের এবং লাগোয়া উত্তর-পূর্ব ভারতের চিন সীমান্তের কাছাকাছি এলাকা জুড়ে মহড়া চলেছে বলে খবর।
এক দিকে বাংলাদেশ, অন্য দিকে চিন সীমান্ত জুড়ে থাকা নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ ভূখণ্ডের উপরে ফের বিমান মহড়া হলে সেটি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও বায়ুসেনার তরফে মহড়া নিয়ে সরকারি কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে ডিসেম্বর মাস জুড়ে পূর্ব ভারত, বিশেষত দেশের উত্তর-পূর্ব অংশ জুড়ে একাধিক গুরুত্বপূর্ণ ‘নোটাম’ (নোটিশেস টু এয়ারম্যান বা আকাশে নানা সামরিক মহড়ার নির্দেশিকা) জারি হয়েছে বলে বায়ুসেনা সূত্রের খবর।
উত্তরবঙ্গের আকাশে বিমান মহড়া আগেও দেখা গিয়েছে। কখনও মিগের মহড়ার শব্দে কেঁপে উঠেছে জনপদ। সুখোই বিমানের মহড়াও হয়েছে। যুদ্ধবিমান রাফাল উত্তরবঙ্গের একটি বিমানঘাঁটিতেই রয়েছে। এ দিন কোন ধরণের বিমান আকাশে উড়তে দেখা গিয়েছে, তা নিয়ে কিছু জানা যায়নি।
কেন্দ্রীয় আবহাওয়া দফতরের একটি সূত্রে জানানো হয়েছে, অনেক সময়ে উচ্চগতিতে এবং অনেক উঁচু দিয়ে উড়ে যাওয়া যাত্রিবাহী বিমানের সঙ্গে লেজের মতো সাদা দাগ দেখা যায়। যাকে পরিভাষায় ‘কনট্রেল’ বলা হয়। তবে রবিবার দু’টি বিমানকে আকাশে ঘুরে কসরৎ দেখাতে দেখেছেন বাসিন্দারা। সে কারণেই এটিকে মহড়া বলে দাবি করা হচ্ছে।
বায়ুসেনা সূত্রে খবর, মূলত দু’টি কারণে পূর্ব ভারত জুড়ে ডিসেম্বর মাসে ‘নোটাম’ অর্থাৎ সাধারণ বিমানচালকদের জন্য নির্দেশিকা এবং উড়ানে বিধিনিষেধ জারি করা রয়েছে। প্রথমত, বঙ্গোপোসাগরে কিছু সামরিক পরীক্ষা রয়েছে এবং উত্তর-পূর্বে বায়ুসেনার মহড়া রয়েছে। ‘নোটাম’ জারি থাকলে যাত্রিবাহী বিমান ঘুরপথে যাতায়াত করে। কখনও ওঠানামায় দেরি হয়। এই নিয়ে বাগডোগরা বিমানবন্দরের অধিকর্তা নাভেদ নাজিম শুধু বলেছেন, “রবিবার বিমান চলাচল স্বাভাবিক ছিল।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)