Advertisement
E-Paper

ভাড়াটিয়াদের তথ্য রাখায় জোর পুলিশের

ভাড়াটিয়াদের বিস্তারিত তথ্য স্থানীয় থানায় জমা না দিলে আগামী দিনে বাড়িওয়ালাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়ে দিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার চেলিং সিমিক লেপচা। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন শহরের পুলিশ কমিশনার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৬ ০২:২৩

ভাড়াটিয়াদের বিস্তারিত তথ্য স্থানীয় থানায় জমা না দিলে আগামী দিনে বাড়িওয়ালাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়ে দিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার চেলিং সিমিক লেপচা। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন শহরের পুলিশ কমিশনার।

এ দিন সকালে ভক্তিনগর থানা এলাকা থেকে দুই নাবালিকা এবং এক নাবালককে পুলিশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, সপ্তাহখানেক আগে কাজের খোঁজে তিনজন বাড়ি থেকে টাকা-পয়সা নিয়ে পালায়। শিলিগুড়ি এসে ১৫০০ টাকায় বাড়ি ভাড়াও করে। কিন্তু মালিক কোনও পরিচয়পত্র রাখেননি। ওই তিনজন বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করছিল। এই খবর পৌঁছায় পুলিশের কাছে। এ দিন তাদের উদ্ধার করে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ কমিশনার জানান, তিনজন কোনও চক্রের খপ্পরে পড়ে পাচারও হতে যেতে পারত। বাড়ির মালিক বেশি টাকার লোভে ঘর ভাড়া দিলেও পরিচয়পত্র রাখেননি। তিনি বলেন, ‘‘কিছু হলে, নাবালকদের খোঁজই মিলত না। এটা বন্ধ করতে হবে। ভাড়া দেওয়া মাত্রই ভাড়াটিয়াদের পরিচয়পত্র নিয়ে স্থানীয় থানায় গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করে তা জমা দিতে হবে। আগামীদিনে, এমন কোনও ঘটনা ঘটলে বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’

পুলিশ অফিসারেরা জানান, সম্প্রতি মাল্লাগুড়ির অসম মোড়ের একটি বাড়ি থেকে প্রচুর বিস্ফোরক-সহ তিনজনকে গ্রেফতার করা হয়। সেখানেও বাড়ির মালিকের অসতর্কতা ছিল। একটি বাইকের শোরুমের চুরির ঘটনার অভিযুক্তরা মালদহ থেকে এসে বাড়ি ভাড়া নিয়ে রিকশা চালানো শুরু করেছিল। পরে শোরুমে চুরি করে তারা পালায়। বাড়ির মালিক ধৃতদের পরিচয় সম্পর্কে কিছুই জানতেন না। তেমনিই, একটি টোটো ছিনতাই-র চেষ্টার মামলার অভিযুক্তরা চোপড়া থেকে এসে একইভাবে ভাড়া বাড়িতে ছিলেন। তবে এখনও পর্যন্ত পুলিশ কোনও বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।

কমিশনারের কথায়, ‘‘আমরা স্থানীয় থানাকে কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ করে প্রচারের উপর জোর দিতে বলেছি। মানুষকে সচেতনও করতে হবে। তার পরে কাজ না হলে অবশ্যই ব্যবস্থা হবে।’’ তিনি জানিয়েছেন, গত এক মাসে কমিশনারেটের বিভিন্ন থানা এলাকা থেকে নিখোঁজ একাধিক তরুণী ও নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। কেউ প্রেমিকের সঙ্গে, কেউবা কাজের খোঁজ, কেউবা বাড়িতে গোলমাল করে পালিয়েছিল। এদের অনেকেই ভাড়া বাড়িতে থাকছিল বলেও শোনা গিয়েছে। তাই শহরের বাসিন্দাদের বিষয়টি নিয়ে সজাগ হতে হবে।

Tenants police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy