Advertisement
১৯ এপ্রিল ২০২৪

লাগাতার বিদ্যুৎ বিভ্রাটে জেরবার ইসলামপুর

দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাটের জেরে বাসিন্দাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে ইসলামপুর শহরে। রবিবার গভীর রাত থেকে ইসলামপুরে বৃষ্টি শুরু হতেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়। বাসিন্দারা জানান, কিছু কিছু এলাকায় মাঝরাতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হলেও অনেক এলাকাই সোমবার সকাল পর্যন্ত বিদ্যুতবিহীন ছিল। ভুক্তভোগী বাসিন্দাদের অভিযোগ, ইসলামপুর শহরে এ সমস্যা দীর্ঘ দিনের।

নিজস্ব সংবাদদাতা
ইসলামপুর শেষ আপডেট: ১৬ জুন ২০১৫ ০২:১৩
Share: Save:

দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাটের জেরে বাসিন্দাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে ইসলামপুর শহরে। রবিবার গভীর রাত থেকে ইসলামপুরে বৃষ্টি শুরু হতেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়। বাসিন্দারা জানান, কিছু কিছু এলাকায় মাঝরাতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হলেও অনেক এলাকাই সোমবার সকাল পর্যন্ত বিদ্যুতবিহীন ছিল। ভুক্তভোগী বাসিন্দাদের অভিযোগ, ইসলামপুর শহরে এ সমস্যা দীর্ঘ দিনের। হালকা বৃষ্টি শুরু হলেই বিদ্যুৎবিহীন হয়ে পড়ে শহর।

এই প্রসঙ্গে ইসলামপুরের বিদ্যুৎ বণ্টন কোম্পানির ডিভিশনাল ম্যানেজার বিশ্বজিৎ দাস বলেন, ‘‘আবহওয়ার কারণে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে সমস্যা হয়। তা ছাড়া ইসলামপুরে বিদ্যুতের চাহিদা অনেক বেশি। কাজেই ট্রান্সফর্মারের উপর চাপ পড়ে যায়। এক মাসের মধ্যে আরও একটি সাবসেন্টার থেকে বিদ্যুৎ পরিষেবা পাওয়ার কথা রয়েছে। আশা করছি, সমস্যা মিটবে।’’ বন্টন কোম্পানি সূত্রের খবর, ইসলামপুর ব্লকে বিদ্যুতের সরবরাহ রয়েছে ২৩ মেগাওয়াটের মতো। কিন্তু চাহিদার পরিমাণ অনেক বেশি থাকায় দিনের পর দিন এই সমস্যা বেড়েই চলছে। বাসিন্দাদের অভিযোগ, কখনও কোনও ঘোষণা ছাড়াই ঘণ্টার পর ঘণ্টাও বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে রাখে বণ্টন কোম্পানি। এমনকী সন্ধের পর কিছু কিছু এলাকায় ভোল্টেজ এতই কম থাকে যে, বাড়িতে পাম্পও চালানো যায় না। সোমবারও একই পরিস্থিতি তৈরি হয়। দুর্গানগর, পালপাড়া-সহ কিছু এলাকায় সকালে বিদ্যুৎ পরিষেবা বন্ধ ছিল। দুপুরের পর তা স্বাভাবিক হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Islampur Load shedding Biswajit Das Transformer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE