প্রতিদিনই কোথাও না কোথাও জলের পাইপ ফেটে বিপত্তি ঘটছে বলে অভিযোগ। কল থেকে পড়ছে ঘোলা জল। শিলিগুড়ি শহরে বিভিন্ন ওয়ার্ডে এই পরিস্থিতি নিয়ে গরমের শুরুতেই উদ্বেগ বাড়ছে। রবিবারও ১৭ নম্বর ওয়ার্ডে কলেজপাড়ায়, ২০ নম্বর ওয়ার্ডে সুভাযপল্লি এলাকায় জলের পাইপ ফেটে সমস্যা হয়েছে। বাসিন্দাদের অনেকের বাড়িতে ঘোলা জল সরবরাহ হয় বলে অভিযোগ। শনিবারও ১৮, ২৯ নম্বরের মতো ওয়ার্ডে ওই সমস্যা হয়েছিল।
পুর কর্তৃপক্ষ জানান, শহরে মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক তার পাতা, গ্যাসের পাইপ লাইন বসানোর কাজ চলছে। কোথাও রাস্তা সারাইয়ের কাজ হচ্ছে। এ সব কারণেই বিভিন্ন এলাকায় পানীয় জলের পাইপ লাইন ফাটা এখন প্রতিদিনের বিষয় হয়ে উঠেছে। তবে খবর পেলেই পুরসভার পানীয় জলের লাইন সারানোর দল গিয়ে ব্যবস্থা নিচ্ছে।
পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্ত বলেন, ‘‘শহরের ১৭টি ওয়ার্ডে মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক তার পাতার কাজ চলছে। গ্যাসের পাইপ লাইন বসানোরও কাজ হচ্ছে। তা ছাড়া রাস্তার কাজ চলছে। তার জেরে পানীয় জলের পাইল ফাটছে। কোথায় কী ভাবে পানীয় জলের পাইপ পাতা রয়েছে তার কোনও নকশা নেই।’’ তাঁর সংযোজন, ‘‘শহরের উন্নয়নের স্বার্থে ওই সমস্ত কাজ করতে হবে। পানীয় জলের লাইন যাতে ঠিক থাকে সেটাও দেখতে হবে। প্রতিদিনই জলের লাইন মেরামতির কাজ চলছে।’’
বিরোধী দলনেতা অমিত জৈন বলেন, ‘‘এই সমস্যা এখন খুবই হচ্ছে। বাসিন্দাদের কাছ থেকেও নানা অভিযোগ পাচ্ছি পানীয় জল ঘোলা আসছে বলে। পাইপ ফেটে জল ঘোলা এলে খুবই চিন্তার। তাতে পেটের রোগ হতে পারে। পুর কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুক।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)