কোচবিহার তো লক্ষ্য হিসেবে রয়েইছে। সেইসঙ্গে পাখির চোখ হিসেবে রয়েছে আলিপুরদুয়ারও। আর সে জন্য দুই কেন্দ্রের ভোটারদের বার্তা দিতেই আজ, শুক্রবার কোচবিহার থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে আলিপুরদুয়ার শহরে প্রথম নির্বাচনী জনসভা করছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। স্থানীয় বিজেপি নেতৃত্ব জানাচ্ছেন এমনটাই।
তৃতীয় স্থান পেলেও গত লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ারে বেশ ভালই লড়াই দিয়েছিলেন বিজেপি প্রার্থী৷ ওই নির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থীর সঙ্গে তাঁর ভোটের ব্যবধান ছিল মাত্র ২৭ হাজারের মতো। অন্যদিকে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্রেও বিজেপি তৃতীয় স্থান পেয়েছিল। কিন্তু তার বছর দু’য়েক পর ওই কেন্দ্রে উপনির্বাচনে উত্থান হয় বিজেপির। দ্বিতীয় স্থানে চলে আসে বিজেপি। পরবর্তী সময়েও কোচবিহারে তাদের শক্তি বৃদ্ধি হতে থাকে বলে দাবি বিজেপি নেতাদের। একইভাবে আলিপুরদুয়ারেও গত বিধানসভা নির্বাচন কিংবা পঞ্চায়েত নির্বাচনে বেশ কিছু জায়গায় তৃণমূলকে বেগ দেয় বিজেপি।
বিজেপি সূত্রের খবর, এই অবস্থায় এ বারের লোকসভা নির্বাচনে এই দুটি আসনকে লক্ষ্য হিসেবে ধরে নিয়ে দুই কেন্দ্রে জনসভা দিয়ে প্রচার করতে চেয়েছিলেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। দলের আলিপুরদুয়ার জেলা নেতাদের একাংশ চেয়েছিলেন জেলায় চা বলয় অধ্যুষিত কোনও এলাকায় ওই জনসভা হোক। কিন্তু শেষ পর্যন্ত কোচবিহারে অমিতের সভা বাতিল হয়। এরপরই আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডকে জনসভার জন্য বেছে নেন বিজেপি নেতারা।
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
বৃহস্পতিবার অমিত শাহর জনসভার প্রস্তুতি খতিয়ে দেখতে আলিপুরদুয়ারে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপবাবু বলেন, “শুধু আলিপুরদুয়ার বা কোচবিহারই নয়, উত্তরবঙ্গের আটটি আসনে জয় এ বার আমাদের লক্ষ্য। সেজন্য শুক্রবার আলিপুরদুয়ার কেন্দ্রে জনসভার মধ্য দিয়ে উত্তরবঙ্গে প্রচার শুরু করে দিচ্ছেন অমিত শাহ। তাঁর জনসভার পরই ভোট প্রচারে ঝড় উঠবে।” বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, “কোচবিহার ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র দু’টি একেবারে পাশাপাশি অবস্থিত। এই অবস্থায় কোচবিহারের একেবারে কাছে আলিপুরদুয়ার শহরে জনসভার মধ্য দিয়ে উনি নিশ্চই দুই কেন্দ্রের ভোটারকেই তাঁর বার্তা দেবেন৷”
কিন্তু মাঠের এক কোণে বিজেপি মঞ্চ গড়ায় তা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল৷ এক জেলা নেতার কটাক্ষ, ‘‘এত বড় মাঠকে ছেড়ে দিয়ে এক কোণে বিজেপি যেভাবে মঞ্চ গড়েছে তা থেকেই বোঝা যায় ওদের জনসভায় কত লোক হবে৷’’