Advertisement
E-Paper

নাটাবাড়িতে রবির প্রচারে ‘মিশন রেশন’

প্রচারে গিয়েই তিনি ঢুকে পড়ছেন বিভিন্ন এলাকার রেশন দোকানগুলিতে। কোথাও দোকানের মালিকের বিরুদ্ধে পণ্য কম দেওয়ার অভিযোগ তুলছেন। কোথাও আবার সঠিক দামে পণ্য বিলি না হওয়ার অভিযোগ তুলে হুমকি দিচ্ছেন। সম্প্রতি এক রেশন দোকানের এক কর্মীকে চড় মারারও অভিযোগ উঠেছে নাটাবাড়ির তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৬ ০১:৩৮
রেশন দোকানে চাল পরীক্ষা করছেন রবিবাবু। —ফাইল চিত্র।

রেশন দোকানে চাল পরীক্ষা করছেন রবিবাবু। —ফাইল চিত্র।

প্রচারে গিয়েই তিনি ঢুকে পড়ছেন বিভিন্ন এলাকার রেশন দোকানগুলিতে। কোথাও দোকানের মালিকের বিরুদ্ধে পণ্য কম দেওয়ার অভিযোগ তুলছেন। কোথাও আবার সঠিক দামে পণ্য বিলি না হওয়ার অভিযোগ তুলে হুমকি দিচ্ছেন। সম্প্রতি এক রেশন দোকানের এক কর্মীকে চড় মারারও অভিযোগ উঠেছে নাটাবাড়ির তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে। তা নিয়ে দু’পক্ষের তরজাতে জমে উঠেছে নাটাবাড়ির ভোট প্রচার। সিপিএম প্রার্থী তমসের আলি অভিযোগ করেন, প্রচারে গিয়ে বাসিন্দাদের সমালোচনার মুখে কোনও উত্তর দিতে পারছেন না রবীন্দ্রনাথবাবু। তাই রেশন দোকানগুলিতে গিয়ে ঢুকে পড়ছেন। এ যেন তাঁর ‘মিশন রেশন’!

রবিবাবু অবশ্য দাবি করেছেন, তিনি প্রচারে বেড়িয়ে সাধারণ মানুষের কাছ থেকে রেশন দোকানগুলির একাংশের বিরুদ্ধে নানা অভিযোগ শুনতে পাচ্ছেন। সরকারি নির্দেশ মতো অনেকেই রেশনে পণ্য সরবরাহ করছেন না। তিনি বলেন, “তমসের আলিরা সবসময় অবৈধ কাজে মদত দিয়ে এসেছে। সাধারণ মানুষের কথা তাঁরা কখনওই চিন্তা করেনি। তাঁদের মদতেই রেশন দোকানের একাংশ এভাবে সাধারণ মানুষকে ঠকানোর সাহস পেয়েছে। মানুষের অভিযোগ পেয়ে আমি অভিযুক্তদের সঙ্গে কথা বলতেই রেশন দোকানে গিয়েছি।” তমসের আলির পাল্টা বক্তব্য, “রেশনে সমস্যা তৈরি করেছে তৃণমূল সরকার। তাঁদের জন্যই সাধারণ মানুষকে হয়রানির মুখে পড়তে হয়েছে। কার্ড নিয়েও নানা সমস্যা সামনে এসেছে। সে সব নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। তার কোনও উত্তর নেই। তাই রেশন দোকানে চড়াও হচ্ছেন তিনি।”

বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণার পরে থেকে নাটাবাড়ি বিধানসভা এলাকায় প্রচার শুরু করেন রবিবাবু। বহু জায়গাতেই তাঁকে বাসিন্দারা ঘিরে ধরে রেশন দোকান থেকে সঠিক ভাবে জিনিসপত্র পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন। দিন কয়েক আগে পানিশালার ভজনপুরের কাছে বাসিন্দাদের কাছে এমন অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে রেশন দোকানে যান রবিবাবু। রেশন ডিলারকে সতর্ক করে তিনি সরকারি নির্দেশ মেনে চলার পরামর্শ দেন। এর পরে তিনি কৃষ্ণপুরে যান। সেখানেই রেশন দোকানের এক কর্মীকে চড় মারার অভিযোগ ওঠে। এরপর মারুগঞ্জের মরাডাঙ্গা, ভেলাকোপা সহ বেশ কয়েকটি জায়গাতেও বিভিন্ন রেশন দোকানে যান রবিবাবু। তা নিয়ে চাপানউতোরও শুরু হয়।

assembly election 2016 Cooch Behar ration shop election campaign
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy