Advertisement
২৭ এপ্রিল ২০২৪

৮০ ফুট উঁচু ট্যাঙ্কে চড়ে ধ্যানী বালকু, খাচ্ছেন শুধু তুলসীপাতা

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম বালকু মাহালি৷ বছর চল্লিশের বালকুর বাড়ি কালচিনির চুয়াপাড়া চা বাগানে৷ ওই বাগানেই রয়েছে বাগানের নিজস্ব একটি জলের ট্যাঙ্ক, যার উচ্চতা প্রায় ৮০ফুট৷

ঠায়: এই জলের ট্যাঙ্কেই চড়েছেন বালকু। নিজস্ব চিত্র

ঠায়: এই জলের ট্যাঙ্কেই চড়েছেন বালকু। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কালচিনি শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৮ ০৩:৪০
Share: Save:

‘ধ্যানে’র জন্য ৮০ ফুট উঁচু জলের ট্যাঙ্ক বেছে নিয়েছেন তিনি৷ খাচ্ছেন শুধু তুলসীপাতা ভেজানো জল৷ কালচিনির চুয়াপাড়া চা বাগানে এক ‘শিবভক্তে’র এমন কাণ্ডেই রাতের ঘুম উড়েছে পুলিশ ও প্রশাসনের৷ শনিবার দিনভর ওই ব্যাক্তিকে ট্যাঙ্ক থেকে নামানোর চেষ্টা করেও বিফল হন পুলিশ ও দমকলের কর্মীরা৷ প্রশাসনের কর্তারা জানিয়েছেন, ওই ব্যক্তি খানিকটা মানসিক ভারসাম্যহীন৷ তাঁর উপর নজর রাখা হচ্ছে৷

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম বালকু মাহালি৷ বছর চল্লিশের বালকুর বাড়ি কালচিনির চুয়াপাড়া চা বাগানে৷ ওই বাগানেই রয়েছে বাগানের নিজস্ব একটি জলের ট্যাঙ্ক, যার উচ্চতা প্রায় ৮০ফুট৷ শনিবার সকালে আচমকাই সেই ট্যাঙ্কের উপরে বালকুকে দেখতে পান বাসিন্দারা৷ হুলুস্থুল পড়ে যায় এলাকায়৷ খবর পেয়ে ছুটে যান হাসিমারা দমকল কেন্দ্রের কর্মীরাও৷ ঘটনাস্থলে যায় কালচিনি থানার পুলিশও৷ ততক্ষণে সেখানে প্রচুর মানুষ ভিড় জমিয়ে ফেলেছেন৷ পৌঁছে গিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও৷

এরপর নীচ থেকেই দমকল ও পুলিশ কর্মীরা চিৎকার করে বালকুকে নীচে নামাতে বোঝানোর চেষ্টা করেন৷ কিন্তু কোনও অবস্থাতেই তাতে রাজি হননি তিনি৷ এরপর দমকলকর্মীদের কয়েকজন ট্যাঙ্কের উপরে উঠে তাঁকে নামানোর চেষ্টা করেন৷ হাসিমারা দমকল কেন্দ্রের আধিকারিক গৌতম সাহা বলেন, “ওই ব্যক্তির হাতে একটি গজাল ছিল৷ আমাদের কর্মীরা ওঁর কাছাকাছি পৌঁছতেই সেটি দেখিয়ে প্রথমে আমাদের কর্মীদের ভয় দেখাতে শুরু করেন উনি৷ আমরা উঠলে ট্যাঙ্কের উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার হুমকিও দিতে থাকেন৷ তাই কর্মীরা আর উপরে উঠতে পারেননি৷” হাসিমারা দমকল কেন্দ্রের এক আধিকারিক বলেন, “সারাদিনে প্রায় সাত ঘণ্টা ধরে ওই ব্যক্তিকে নামানোর আমরা চেষ্টা করি৷ কিন্তু লাভ হয়নি৷ এরপর প্রশাসনের পরামর্শে আমরা ফিরে আসি৷”

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালকুর পরিবারে তাঁর স্ত্রী ও এক ছেলে রয়েছে৷ তাঁরা ছোটখাটো কাজ করেন। তাতেই সংসার চলে। বালকু তেমন কিছু করেন না। এর আগেও একবার ওই জলের ট্যাঙ্কে উঠেছিলেন৷ তবে সেবার নিজে থেকেই নেমে আসেন তিনি৷ তবে এ বার কবে তিনি সেখানে উঠেছেন তা নিয়ে ধন্দ রয়েছে প্রশাসনের মধ্যে৷ কারণ তাঁর পরিবার-পরিজনদের কারও কারও দাবি, বৃহস্পতিবার ট্যাঙ্কটিতে উঠেছেন তিনি৷ কেউ কেউ আবার বলছেন, এটা শুক্রবারের ঘটনা৷ যদিও গোটা বিষয়টি প্রকাশ্যে আসে শনিবার সকালেই৷

কালচিনির বিডিও ভূষণ শেরপা বলেন, “ওই ব্যক্তি শুক্রবার ট্যাঙ্কে উঠেছে বলে শুনেছি৷ তিনি একটু মানসিক ভারসাম্যহীন বলেও শুনেছি৷ তবে মাঝেমধ্যে তিনি নেমে আসেন বলেও স্থানীয়রা জানিয়েছেন৷ বারবার আত্মহত্যার হুমকি দেওয়ায় এ দিন ট্যাঙ্কের আশপাশ থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে৷ ওনার উপরে নজর রাখা হচ্ছে৷”

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার থেকে শুধুমাত্র তুলসীপাতা ভেজানো জল খেয়েই রয়েছেন বালকু৷ এক আত্মীয় তাঁকে মাঝেমধ্যে সেই জল দিয়ে আসছেন৷ খানিক পরপর সেই জলে তিনি চুমুক দিচ্ছেন৷ আর ‘ধ্যান’ করছেন৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tank Meditation Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE