Advertisement
০৫ মে ২০২৪
Mitali Express

১৬ ঘণ্টা পরে রাতে সীমান্ত পেরিয়ে ভারতে এল মিতালী

সাধারণত সন্ধ্যার পরে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে চলাচল নিষিদ্ধ থাকে। কিন্তু, এ দিন মিতালী এক্সপ্রেস রাতের অন্ধকারেই ভারতে ঢোকে। সীমান্ত খুলে দেন বিএসএফ।

সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ মিতালী এক্সপ্রেসের। নিজস্ব চিত্র

সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ মিতালী এক্সপ্রেসের। নিজস্ব চিত্র

সুদীপ্ত মজুমদার
হলদিবাড়ি শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ ০৮:৫৮
Share: Save:

একটি ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ায় বাংলাদেশে একটি রুটে বন্ধ হয়ে যায় রেল লাইন। তার জেরে, নির্দিষ্ট সময়ের থেকে ১৬ ঘণ্টা দেরিতে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকলো মিতালী এক্সপ্রেস। সূত্রের খবর, ভারতীয় সময় সোমবার রাত ৯টা ২০ মিনিটের বদলে, মঙ্গলবার সকাল ৮টায় ছেড়েছে ট্রেনটি। সন্ধ্যা ৬টা নাগাদ সেটি বাংলাদেশের সান্তাহার স্টেশন পেরিয়েছে। রাত ৯টা নাগাদ সেটি চিলাহাটি স্টেশনে ঢোকে। এর পরে সীমান্তে চেকিংয়ের পরে রাত ১০টা ৩৬ মিনিট নাগাদ ভারতের হলদিবাড়ি স্টেশনে ঢোক ট্রেনটি।

সোমবার ভারতীয় সময় রাত ৯টা ২০ মিনিটে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন ছেড়ে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে পরের দিন, মঙ্গলবার সকাল ৬টা ২০ মিনিটে ২২৫ জন যাত্রী নিয়ে হলদিবাড়ি স্টেশনে পৌঁছানোর কথা ছিল মিতালী এক্সপ্রেসের। নিয়ম মেনে আরপিএফ ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যেরাও ছিলেন প্রস্তুত। কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পরে তাঁরা জানতে পারেন, অনেক দেরিতে চলছে মিতালী। এর পরে দেখা যায়, দিন গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে গেলেও, মিতালীর দেখা নেই। ফলে, চিন্তায় পড়েন যাত্রীদের পরিজনেরা।

মিতালী এক্সপ্রেসের বাংলাদেশের ট্রেন পরিচালক নবিনুল ইসলাম বলেন, ‘‘টাঙাইল স্টেশনের সামনে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় এই বিপত্তি ঘটে। দর্ঘক্ষণ বন্ধ ছিল ওই রুট। প্রায় ১৬ ঘন্টা পর মিতালী এক্সপ্রেস সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলো।"

সাধারণত সন্ধ্যার পরে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে চলাচল নিষিদ্ধ থাকে। কিন্তু, এ দিন মিতালী এক্সপ্রেস রাতের অন্ধকারেই ভারতে ঢোকে। সীমান্ত খুলে দেন বিএসএফ।

উত্তর পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক নীলাঞ্জনা দেব বলেন, ‘‘শুনেছি বাংলাদেশে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় এই সমস্যা হয়েছিল। মিতালী এক্সপ্রেস ভারতে ফিরেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India Bangladesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE