Advertisement
০৫ মে ২০২৪
পরপর ছিনতাই

অস্ত্র দেখিয়ে গাড়ি থেকে লুঠ দিনহাটায়

বাজার থেকে টাকা তুলে ফেরার পথে এক ব্যবসায়ী সংস্থার গাড়ি আটকে দুষ্কৃতীরা আড়াই লক্ষ টাকা লুঠ করে পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। দিনহাটা থানার মুন্সিরহাট এলাকায় শনিবার রাত ৮টার ঘটনা।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ২০ জুন ২০১৬ ০৭:৫০
Share: Save:

বাজার থেকে টাকা তুলে ফেরার পথে এক ব্যবসায়ী সংস্থার গাড়ি আটকে দুষ্কৃতীরা আড়াই লক্ষ টাকা লুঠ করে পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। দিনহাটা থানার মুন্সিরহাট এলাকায় শনিবার রাত ৮টার ঘটনা। অভিযোগ, ভোজালি দেখিয়ে গাড়ি দাঁড় করিয়ে দুষ্কৃতীরা ব্যবসায়ী সংস্থাটির তিন কর্মীকে প্রাণে মারার হুমকি দিয়ে আড়াই লক্ষ টাকা ভর্তি ব্যাগ নিয়ে অন্য একটি গাড়িতে করে চম্পট দেয়।

গত কয়েক দিন ধরে দিনহাটায় কেপমারি ও একাধিক চুরির ঘটনার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। দিনহাটার এসডিপিও কুন্তল বন্দ্যোপাধ্যায় বলেন, “ওই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করছি।”

পুলিশ সূত্রের খবর, দিনহাটা শহরের ওই ব্যবসায়ী সংস্থাটির নিত্য প্রয়োজনীয় জিনিসের এজেন্সি রয়েছে। তাঁরা মহকুমার বিভিন্ন ছোট বাজারের ব্যবসায়ীদের কাছে ওই জিনিসপত্র বিক্রি করেন। সপ্তাহে দু’দিন ওই সংস্থার কর্মীরা বাজার থেকে বকেয়া টাকা তুলে নিয়ে আসেন। ঘটনার দিন বিকেলেও সংস্থার কর্মীরা চৌধুরীহাট, নয়ারহাট-সহ বিভিন্ন বাজারে গিয়েছিল। টাকা তুলে তাঁরা মুন্সিরহাট হয়ে দিনহাটা শহরে ফিরছিলেন। সংস্থার কর্মীরা জানান, টাকা লুঠের পরে তাঁরা ঘটনার কথা সংস্থার মালিককে জানিয়েছেন। সংস্থার মালিক অসীম পাল বলেন, “বহু বছর ধরেই আমরা ব্যবসা করছি। এমন ঘটনা কখনও ঘটেনি। পুলিশকে সব জানানো হয়েছে।”

দিন কয়েক আগে শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের পাল্লায় পড়েছিলেন বড়নাচিনা এলাকার এক বাসিন্দা। তাঁর সাইকেলের ব্যাগে রাখা ৪৯ হাজার টাকা কেপমারি হয় বলে অভিযোগ। দু’দিন আগে দিনহাটার একটি মন্দিরেও চুরির অভিযোগ ওঠে। সব ঘটনাগুলিই খতিয়ে দেখছে পুলিশ। দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী বলেন, “দিন কয়েক থেকেই দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েছে। দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার করার আর্জি জানানো হয়েছে পুলিশের কাছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

car looted
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE