বন্যায় দুধিয়া সেতু ভেঙে যাওয়ার জেরে ২০ দিন বন্ধ ছিল ওই পথে যাতায়াত। পরে সেখানে হিউম পাইপের উপরে সেতু তৈরি করা হয়েছিল। ২৭ অক্টোম্বর থেকে সেতুর উপর দিয়ে ছোট গাড়ির যাতায়াত শুরু হয়। বুধবার শিলিগুড়ি থেকে মিরিকের পথে ফের চালু হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস।
এ দিন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় দুধিয়ায় গিয়ে সেতুর পরিস্থিতি দেখেন। পরে তিনি এই সেতুর উপর দিয়ে মিরিক রুটে দিনে তিনটি বাস ছয় বার শিলিগুড়ি থেকে যাতায়াত করবে বলে জানান। বন্যায় দুধিয়া সেতু ভেঙে যাওয়ার পরে ঘুরপথে যাতায়াত করতে হয়েছে যাত্রীদের। কয়েক দিন আগে ছোট গাড়ির যাতায়াত শুরু হলেও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছিল। ওই পথে নিগমের বাস চালু হওয়ায় সমস্যা মিটবে বলে জানিয়েছেন চেয়ারম্যান। নিগম চেয়ারম্যান বলেন, ‘‘শিলিগুড়ি মিরিক রুটে বাস পরিষেবা চালু হওয়ায় যাত্রীরা অনেক সুবিধা পাবেন। ঘুরপথে যাতায়াতের দুর্ভোগও মিটবে।’’
এ বছর পুজোয় বাসে ভ্রমণ চালু করতে পারেনি এনবিএসটিসি। কর্মীর অভাব, বন্যা, ধসের জেরে সেই পরিষেবা বন্ধ ছিল। বাড়তি আয়ের লক্ষ্যে এ বার শীতে ‘সবুজের পথে হাতছানি’ নামে নিগমের বাসে উত্তরের পাহাড়, জঙ্গলে ভ্রমণের ব্যবস্থা করছে নিগম। দু’টি বাসে ওই পরিষেবা মিলবে। ১ ডিসেম্বর থেকে তা চালু হতে পারে বলে এ দিন চেয়ারম্যান জানিয়েছেন।
তেনজিং নোরগে বাস টার্মিনাসে বিশ্রামাগার, যাত্রীরা বাস ধরতে না পারলে রাতে থাকার জন্য ঘরের ব্যবস্থাও দ্রুত চালুর আশ্বাস দিয়েছেন পার্থপ্রতিম। তিনি বলেন, ‘‘অনেক যাত্রী সময়ের অভাবে বা নানা কারণে সঠিক সময়ে টার্মিনাসে পৌঁছতে না পেরে বাস ধরতে পারেন না। তাঁদের জন্য কম টাকায় বিশ্রাম এবং রাতে থাকার ব্যবস্থা চালু হচ্ছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)