Advertisement
১৭ মে ২০২৪

নতুন ডিইএমইউ ট্রেন

গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের রেল অবরোধের জেরে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হয়েছিল। শুক্রবার রেলমন্ত্রী সুরেশ প্রভু নতুন দিল্লি থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিউ কোচবিহার-শিলিগুড়ি নতুন ডিইএমইউ ট্রেন পরিষেবার সূচনা করেন। নিউ কোচবিহার স্টেশনে সবুজ পতাকা নেড়ে ট্রেনটির যাত্রা শুরুর সংকেত দেখান সাংসদ রেণুকা সিংহ।

শুক্রবার হিমাংশুরঞ্জন দেবের তোলা ছবি।

শুক্রবার হিমাংশুরঞ্জন দেবের তোলা ছবি।

শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৬ ০২:১৩
Share: Save:

গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের রেল অবরোধের জেরে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হয়েছিল। শুক্রবার রেলমন্ত্রী সুরেশ প্রভু নতুন দিল্লি থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিউ কোচবিহার-শিলিগুড়ি নতুন ডিইএমইউ ট্রেন পরিষেবার সূচনা করেন। নিউ কোচবিহার স্টেশনে সবুজ পতাকা নেড়ে ট্রেনটির যাত্রা শুরুর সংকেত দেখান সাংসদ রেণুকা সিংহ। রেল সূত্রেই জানা গিয়েছে, সকাল ৫টা ৪৫ মিনিটে নিউ কোচবিহার থেকে ছেড়ে মাথাভাঙা-নিউ চ্যাংরাবান্ধা-চ্যাংরাবান্ধা-নিউ মাল-সেবক হয়ে ট্রেনটি শিলিগুড়ি জংশনে পৌঁছবে। সন্ধ্যায় ফের ট্রেনটি একই রুটে নিউ কোচবিহারে ফিরবে। রবিবার ছাড়া সপ্তাহের বাকি ছ’দিনই ওই পরিষেবা পাবেন যাত্রীরা। নতুন ট্রেনে সওয়ার হতে এ দিন সমস্ত স্টেশনেই ছিল উৎসাহীদের ভিড়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

train DEMU
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE