Advertisement
০৪ মে ২০২৪

বাগডোগরা বিমানবন্দরে বিশ্ব বাংলা

প্রাক বসন্তে তোলা দার্জিলিঙের চা পাতা থেকে কৃষ্ণনগরের সরভাজা। কাসুন্দি, গয়না বড়ি থেকে বেগমপুরি শাড়ি। সব কিছু ঠিক থাকলে আগামী মাসের শুরু থেকেই বাগডোগরা বিমান্দরে এ সবই এক ছাদের নীচে পাওয়া যাবে। হাতে তুলে দেখে, পছন্দ করে তা কিনতেও পারবেন ক্রেতারা। বাংলার খাবার, পোশাক, সংস্কৃতি পর্যটকদের কাছে পৌঁছে দিতে বিশ্ব বাংলার স্টল খুলছে এ বার বাগডোগরায়।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৬ মে ২০১৫ ০১:৫৫
Share: Save:

প্রাক বসন্তে তোলা দার্জিলিঙের চা পাতা থেকে কৃষ্ণনগরের সরভাজা। কাসুন্দি, গয়না বড়ি থেকে বেগমপুরি শাড়ি। সব কিছু ঠিক থাকলে আগামী মাসের শুরু থেকেই বাগডোগরা বিমান্দরে এ সবই এক ছাদের নীচে পাওয়া যাবে। হাতে তুলে দেখে, পছন্দ করে তা কিনতেও পারবেন ক্রেতারা। বাংলার খাবার, পোশাক, সংস্কৃতি পর্যটকদের কাছে পৌঁছে দিতে বিশ্ব বাংলার স্টল খুলছে এ বার বাগডোগরায়।

বিমানবন্দর সূত্রে খবর, ইতিমধ্যে বিমানবন্দরের দোতলায় ৫০০ বর্গফুট জায়গা নিয়েছে বিশ্ব বাংলা কর্তৃপক্ষ। সেখানে আপাতত প্যাভেলিয়ান তৈরির কাজ চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই স্টলের উদ্বোধন হবে। স্টল তৈরিতে বিমানবন্দর কর্তৃপক্ষও সহযোগিতা করছে বলে জানিয়েছে রাজ্য সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতর। স্টলের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষকে ভাড়া দিচ্ছে বিশ্ব বাংলা কর্তৃপক্ষ। সেই মতো জায়গা ছাড়াও বিমানবন্দরের নানা পরিকাঠামো ব্যবহার করার ব্যবস্থা করে দিয়েছে কর্তৃপক্ষ।

বাগডোগরা বিমানবন্দরের অধিকর্তা রাকেশ সহায় বলেন, ‘‘ কলকাতা বিমানবন্দরে পর্যটকদের থেকে ভাল সাড়া মিলেছে। আশা করছি এখানেও পর্যটকরা স্টলের সামগ্রী দেখে খুশি হবেন।’’ ট্যুর অপারেটারদের সংগঠন এতোয়ার কার্যকরী সভাপতি সম্রাট সান্যাল বলেন, ‘‘পর্যটকদের একাংশ বিভিন্ন এলাকার ঐতিহ্য সংগ্রহ করতে চান। তাঁদের কাছেও এটি সুখবর।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE