Advertisement
E-Paper

এনজেপিতে এডিআরএম

সবকিছু ঠিকঠাক চললে আগামী মাসের শুরু থেকেই এডিআরএম-এর দায়িত্বে যেতে চলেছে স্টেশন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৭ ০১:৪৫
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

এ বার থেকে নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনের দায়িত্বে থাকবেন একজন এডিআরএম। স্টেশনের গুরুত্ব বিবেচনা করে এমনই সিদ্ধান্ত নিয়েছে রেলবোর্ড।

সবকিছু ঠিকঠাক চললে আগামী মাসের শুরু থেকেই এডিআরএম-এর দায়িত্বে যেতে চলেছে স্টেশন। নতুন আধিকারিক এসে কোথায় বসবেন তা স্থির হয়েছে। সূত্রের খবর, দার্জিলিং হিমালয়ান রেলওয়ের প্রাক্তন এক অধিকর্তাকে এডিআরএমের দায়িত্বে পাঠানো হচ্ছে। রাজ্য তো বটেই দেশেরও বাছাই করা কয়েকটি স্টেশনের প্রশাসনিক কাজ দেখভালের দায়িত্ব রয়েছে এডিআরএম পর্যায়ের আধিকারিকরা। সেই ‘অভিজাত’ তালিকায় এ বার ঢুকে পড়তে চলেছে এনজেপিও।

বছর খানেক আগে ‘স্টেশন ডিরেক্টরেট’ পেয়েছিল এনজেপি। উত্তর পূর্ব ভারতের অন্যতম ব্যস্ত স্টেশনে যাত্রী পরিষেবার সঙ্গে পরিকাঠামোর যথাযথ দেখভালের জন্য স্টেশন ডিরেক্টরট পর্যায়ে উন্নীত করা হয় স্টেশনকে। সূত্রের খবর তারপরেও সমস্যার পুরোপুরি সমাধান হয়নি। যে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য বিভাগীয় সদরের মুখাপেক্ষী হয়ে থাকতেই হচ্ছিল।

এক আধিকারিকের কথায়, ‘‘ওপর থেকে শুধুই রক্ষণাবেক্ষণের কাজ ছাড়া অন্য কোনক্ষেত্রে বরাদ্দ দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। এনজেপি স্টেশনে একাধিক নতুন পরিকাঠামো প্রয়োজন রয়েছে। কয়েক দফায় প্রস্তাব পাঠিয়েও কোনও ফেলেনি। যার জেরে স্টেশনে পৌঁছনোর পরে ট্রেনের সমায়নুবর্তিতা, পরিষ্কার পরিচ্ছন্নতা সব নিয়েই অভিযোগ উঠছিল।’’ এ সব নজরে আসতেই রেল বোর্ড এডিআরএম পর্যায়ের আধিকারিক পাঠানোর সিদ্ধান্ত রেলবোর্ড নিয়েছে বলে দাবি।

রেলের যে কোনও বিভাগের সর্বোচ্চ কর্তা ডিআরএম তথা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার। গুরুত্বের নিরিখে ডিআরএমের পরেই সহকারী ডিআরএম তথা এডিআরএম। রেলের পরিকাঠামো অনুযায়ী এডিআরএম পদমর্যাদার আধিকারিকদের ট্রেন চলাচল থেকে শুরু করে আর্থিক বরাদ্দ এবং পরিকাঠামোগত উন্নয়নের নানা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে। সে কারণেই রেল বোর্ড গুরুত্বপূর্ণ বিভিন্ন স্টেশনে এডিআরএম পদ মর্যাদার আধিকারিক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তে খুশি রেলকর্মী থেকে নিত্যযাত্রীরাও।

এনজেপি স্টেশনে ট্রেনের ভিড় সামলানোর জন্য ‘বাইপাস লাইন’ তৈরির প্রস্তাব রয়েছে। যার ফলে হলদিবাড়ি-অসম থেকে আসা একাধিক ট্রেন এনজেপি স্টেশনে না ঢুকে সরাসরি শিলিগুড়ি জংশন অথবা টাউন স্টেশনে চলে যেতে পারবে। এতে একদিকে যেমন সময় কমবে তেমনিই এনজেপি থেকে যাতায়াত করা ট্রেনগুলির সময়ানুবর্তিতাও ঠিক থাকবে। এ ছাড়াও এনজেপি স্টেশন চত্বরে দখল উচ্ছেদ, নিকাশি, যাত্রী শেড তৈরি, নতুন প্রতীক্ষালয় তৈরির পরিকল্পনা দীর্ঘদিন ধে আটকে রয়েছে। এডিআরএম পদমর্যাদার অফিসার এই সমস্যাগুলির সমাধান ঘটিয়ে যাত্রী স্বাচ্ছন্দ্য ফেরাতে পারেন কিনা সেটাই দেখার।

new jalpaiguri station ADRM Train
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy