জাপানি এনসেফ্যালাইটিসের উপসর্গ নিয়ে আরও এক জনের মৃত্যু হল উত্তরবঙ্গ মেডিক্যালে। সোমবার তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মেডিক্যাল কলেজের একটি সূত্রই জানিয়েছে, মৃতের নাম তরণী রায় (৭৫)। বাড়ি আলিপুরদুয়ারে। খিঁচুনি জ্বর নিয়ে তাঁকে হাসপাতালে এনেছিলেন পরিবারের লোকেরা। তাঁর শরীরে জেই-র জীবাণু মিলেছে।
উত্তরবঙ্গ মেডিক্যালে অ্যাকিউট এনসেফ্যালাইটিসের উপসর্গ নিয়ে বর্তমানে ৬ জন ভর্তি রয়েছেন। তার মধ্যে ২ জন সিসিইউ-তে চিকিৎসাধীন। এইএস ওয়ার্ডে রয়েছেন তিন জন। মেডিসিন ওয়ার্ডে একজন। হাসপাতালের সুপার নির্মল বেরা জানিয়েছেন, খিঁচুনি জ্বর নিয়ে নতুন রোগী আসছেন। তবে সংখ্যাটা এখন কম। পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। মৃত তরণী রায় অবশ্য বয়স্কদের জন্য নির্ধারিত টিকা দেননি বলে হাসপাতালেরই একটি সূত্রে জানা গিয়েছে।
এ বছর গত জানুয়ারি থেকে এই নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭ জনের মৃত্যু হল। তার মধ্যে ২ জন জেই আক্রান্ত ছিলেন। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের মতো জেলা হাসপাতালগুলিতেই যাতে জেই নির্ণয়ের ব্যবস্থা হয়েছে। প্রাথমিক ভাবে ওই সমস্ত হাসপাতালগুলিতেই সংশ্লিষ্ট চিকিৎসা করতে বলা হয়েছে।
কচিকাঁচাদের জেই-র প্রতিষেধক টিকা নিয়মমাফিক আগে থেকেই দেওয়া হয়। তবে বয়স্কদের জন্য ওই টিকার কোনও ব্যবস্থা ছিল না।